ইসলামকে অবমাননা করে তৈরি করা একটি চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশিত হয় জনপ্রিয় ভিডিও-শেয়ারিং সাইট, ইউটিউবে। এ নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। খোদ হোয়াইট হাউজ গুগলকে সমালোচিত ভিডিওটি সরিয়ে দেয়ার জন্য চিঠি দিলে গুগল জানায়, ভিডিওটি কোনোভাবে তাদের নীতিমালা লঙ্ঘন করছে না। পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয় গুগলের কাছে। সে চিঠির কোনো জবাব পাওয়ার আগেই বাংলাদেশে ব্লক করে দেয়া হয় ইউটিউব।
অনেকে বলছেন, ইউটিউবের সঙ্গে সঙ্গে গুগলও ব্লক করে দেয় বিটিআরসি। তবে আমার ধারণা, ইউটিউব ব্লক করার ফলেই গুগলের এপিআই, ড্রাইভসহ একাধিক সেবা ঠিকমতো কাজ করছে না। আপনি যখন জিমেইলে লগইন করবেন, তখন যদি স্ট্যাটাস বারের দিকে চোখ রাখেন, তাহলে প্রায়ই দেখতে পাবেন যে, লগইন হওয়ার সব ডেটাগুলো ইউটিউবের সার্ভার ঘুরেই আসে। এভাবে একাধিক সেবা গুগল কোনো না কোনোভাবে ইউটিউবের সঙ্গে জুড়ে দিয়েছে।
মূলত এরই প্রভাব পড়ছে দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপর। অদ্ভূত বিষয় হচ্ছে, সমস্যাটি সবার হচ্ছে না। আবার যাদের হচ্ছে, তারাও একসঙ্গে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন না। যেমন গতকাল বিকেলে গ্রামীণফোন ইন্টারনেট থেকে গুগল প্লে স্টোরে ঢোকা যাচ্ছিল না। কম্পিউটার থেকেও না, অ্যান্ড্রয়েড থেকেও না। কিন্তু কিউবির ইন্টারনেট থেকে কোনো সমস্যা ছাড়াই গুগল প্লে স্টোর দেখা যাচ্ছিল। কিন্তু সন্ধ্যার পরপরই কিউবি থেকে প্লে স্টোরে ঢোকা যাচ্ছিল না। পরীক্ষা করে দেখা গেল, গ্রামীণফোন ইন্টারনেট থেকে আগের মতোই গুগল প্লে স্টোরে ঢোকা যাচ্ছে না।
কিন্তু রাত ২টার দিকে কিউবি থেকে গুগল প্লে স্টোরে ঢোকা না গেলেও গ্রামীণফোন ইন্টারনেট থেকে কোনো সমস্যা ছাড়াই গুগল প্লে স্টোরে ঢোকা যাচ্ছিল। কম্পিউটার থেকেও ঢুকতে কোনো সমস্যা হচ্ছিল না। এসব বিষয় মাথায় এনে গুগল প্লে স্টোরে ঢুকতে না পারা নিয়ে আমার মতামতগুলো হলোঃ
- গুগল প্লে স্টোর ও জিমেইলসহ একাধিক গুগল সেবা একইসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়।
- একেক সময় একেক ইন্টারনেট (আইএসপি) থেকে প্লে স্টোরে ঢোকা যায় না। আমরা ফেসবুক পেজে দেখেছি, একইসময়ে কিছু মানুষ প্লে স্টোরে ঢুকতে পারছেন আবার কিছু মানুষ পারছেন না। অনেকে আবার একইসঙ্গে জিমেইলে ঢুকতে না পারার কথাই জানিয়েছেন।
- এই সমস্যাটি কোনো না কোনোভাবে বাংলাদেশে ইউটিউব ব্লক করার সঙ্গে সম্পর্কিত।
- ব্যবহারকারীর ডিভাইসে কোনো সেটিংসের জন্য এই সমস্যাটি তৈরি হচ্ছে না। ফলে, আপনি যদি ফেসবুকে ঢুকতে পারেন অ্যান্ড্রয়েড থেকে কিন্তু গুগল প্লে-তে ঢুকতে না পারেন, তাহলে ঘাবড়ানোর কিছু নেই।
- এই সমস্যা দূর করতে অ্যান্ড্রয়েড কথনেই রয়েছে সমাধান।
তবে যেহেতু একই আইএসপি থেকে মাঝে মাঝে ঢোকাও যাচ্ছে, তাই আমার পরামর্শ হবে, দিনের বিভিন্ন সময় গুগল প্লে স্টোর চেক করা। বলা যায় না, হয়তো কিছু সময়ের জন্য ঢুকতে পারতেও পারেন গুগল প্লে স্টোরে।
গুগল প্লে স্টোরে ঢুকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে?