স্যামসাং-এর কাছে আরও টাকা চায় অ্যাপল

অ্যাপল স্যামসাং

অ্যাপল ও স্যামসাং-এর বছরব্যাপী আইনি যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্রে স্যামসাং-এর পরাজয়ের খবরটা তো সবাই জানেন। আমরা বলেছিলাম যে, যুদ্ধটা সেখানেই শেষ হয়ে যায়নি। ঠিক তাই ১.০২ বিলিয়ন ডলার জরিমানা করার পরও অ্যাপল থেমে থাকেনি। বরং সম্প্রতি কোম্পানিটি আরও বিভিন্ন বিষয়ে ক্ষতিপূরণ বাবদ ৭০৭ মিলিয়ন ডলার দাবি করেছে স্যামসাং-এর কাছ থেকে।

আবার কেবল টাকা চেয়েই ক্ষান্ত হয়নি অ্যাপল। স্যামসাং-এর একাধিক ডিভাইস বিক্রির উপর নিষেধাজ্ঞা (ব্যান) চাইছে কোম্পানিটি। অ্যাপল দাবি করছে, অ্যাপলের পণ্যের নকল করে ডিজাইন করা বা অ্যাপলের প্রযুক্তি অবৈধভাবে ব্যবহৃত হয়েছে এমন সব ডিভাইসই ব্যান করা হোক। কেবল রঙের পার্থক্য থাকলেও একইরকম ডিজাইন ও প্রযুক্তির সব স্যামসাং পণ্য বিক্রি বন্ধের দাবিও করছে অ্যাপল।

স্যামসাং-এর ক্ষেত্রে অ্যাপলের এই দাবি অনুসারে সব স্মার্টফোন বা ট্যাবলেট না হলেও জনপ্রিয় বেশিরভাগ স্যামসাং ডিভাইসই এই ‘অভিযোগের’ আওতায় পড়ে। অর্থাৎ, ব্যান করা হলে স্যামসাং-এর বেশিরভাগ ডিভাইসই ব্যান হয়ে যাবে। অ্যাপলের এই আবেদনের প্রেক্ষিতে স্যামসাং পুনর্বিচারের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।

এদিকে অ্যান্ড্রয়েড বাজারের আরেক জনপ্রিয় ডিভাইস এইচটিসি ওয়ান এক্স কেনার সময় পুরনো আইফোন দিলে বদলে ৯৯ ডলারের ইউরবিটস ইয়ারফোন ফ্রি দিচ্ছে এইচটিসি। কোম্পানিটি তাদের এইচটিসি ট্রেডআপ সাইটে নতুন এই অফার দিয়েছে।

এইচটিসি

অফারের আওতায় ব্যবহারকারীরা সম্পূর্ণ ভালো অবস্থায় থাকা যে কোনো আইফোন দিয়ে এইচটিসি ওয়ান এক্স কেনার সময় বিনামূল্যে জনপ্রিয় ইউরবিটস ইয়ারফোন ফ্রি পাবেন। যদিও আইফোন ৪ বা ৪এস ব্যবহারকারীদের জন্য এটি খুব একটা কাজের না হলেও যাদের কাছে পুরনো আইফোন ৩জি বা ৩জিএস পড়ে রয়েছে এবং এটি বিক্রি করার ঝামেলায় যেতে চান না, তারা হয়তো ইউরবিটস ইয়ারফোনের জন্য বিনিময় করতে পারেন তাদের পুরনো আইফোন।

স্যামসাং ও অ্যাপলের মধ্যবর্তী আইনি লড়াইয়ের শেষ কোথায় বলে মনে করেন?