গ্যালাক্সি নোট ১০.১ পাওয়া যাচ্ছে কানাডায়; নোট ২-এর প্রি-অর্ডার শুরু

গ্যালাক্সি নোট ১০.১

সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসের বাজারে শীর্ষে থাকা কোম্পানি স্যামসাং আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, কানাডার বেশ কিছু খুচরা পণ্যের দোকানে তারা গ্যালাক্সি নোট ১০.১ অ্যান্ড্রয়েড ট্যাবলেট পৌঁছে দিয়েছে। এর ফলে কানাডার ব্যবহারকারীরা কোনো প্রি-অর্ডার ছাড়াই সেসব স্টোর থেকে কিনে আনতে পারবেন স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১

গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেটে রয়েছে ১০.১ ইঞ্চি আকারের স্ক্রিন, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৯ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও দুই গিগাবাইট র‌্যাম। এছাড়াও এস পেন নামের একটি বিশেষ স্টাইলাস ও তার সঙ্গে ইন্টিগ্রেটেড কিছু অ্যাপ্লিকেশন ট্যাবলেটটিকে নতুনত্ব দিয়েছে। এস-পেনকে ডিভাইস থেকে আলাদা করলেই কিছু অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। কোন কোন অ্যাপ্লিকেশন চালু হবে তা ব্যবহারকারী ঠিক করে দিতে পারবেন।

কানাডা থেকে যারা গ্যালাক্সি নোট ১০.১ কিনছেন তারা বিনামূল্যে ড্রপবক্সে পাচ্ছেন ৫০ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও মাল্টিস্ক্রিন নামের নতুন একটি সুবিধার ফলে ব্যবহারকারীরা একই স্ক্রিনকে দু’ভাগে ভাগ করে দুই পাশে দু’টো অ্যাপ্লিকেশন একসঙ্গে ব্যবহার করতে পারবেন। স্যামসাং-এর মতে, এর মাধ্যমে মাল্টিটাস্কিং-এর আসল অভিজ্ঞতা পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১ সম্পর্কে আরও জানতে এখানে দেখুন। ট্যাবলেটটি কানাডায় ৪৯৯ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। অবশ্য বেস্ট বাই সহ বেশ কিছু অনলাইন স্টোরে এখনও “প্রত্যাশিত রিলিজ তারিখ” দেখানো হচ্ছে বলেও সূত্র জানিয়েছে।

স্যামসাং গত আগস্টে জানায়, শিগগিরই আন্তর্জাতিক বাজারে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন ট্যাবলেট স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১। একে এর আগের স্যামসাং গ্যালাক্সি নোট এর দ্বিতীয় সংস্করণ বলে মনে করা হলেও, এটি মূলত একটি ট্যাবলেট ডিভাইস হিসেবেই বাজারে ছেড়েছে স্যামসাং। গ্যালাক্সি নোটের উত্তরাধিকারী হিসেবে স্যামসাং সম্প্রতি ঘোষণা করেছে গ্যালাক্সি নোট ২। যুক্তরাষ্ট্রের ইউএস সেলুলার ক্যারিয়ারের আওতায় ২৯৯ ডলারে গ্যালাক্সি নোট ২ প্রি-অর্ডার নেয়া হচ্ছে। চুক্তিসহ এই ডিভাইস অক্টোবরের শেষের দিকে ব্যবহারকারীর হাতে এসে পৌঁছবে বলেও জানা গেছে।

আপনি কিনতে গেলে কোনটিকে বেছে নেবেন? স্যামসাং গ্যালাক্সি নোট ২ নাকি গ্যালাক্সি নোট ১০.১? মন্তব্যের ঘরে আপনার মতামত লিখুন।