[গুজব] জেলি বিন আসতে পারে এইচটিসি ওয়ান এক্স ও এক্সএল-এ

এইচটিসি জেলি বিন

সম্প্রতি এইচটিসির ওয়ান এক্স ও এক্সএল সম্পর্কে নতুন তথ্য জানা গেছে বিশ্বস্ত এক সূত্রে। মোডাকো’র পল জানিয়েছেন, আসছে অক্টোবরেই এইচটিসি তাদের ওয়ান এক্স ও এক্সএল-এ অ্যান্ড্রয়েড জেলি বিন আপডেট দেবে।

অ্যান্ড্রয়েড জেলি বিন হচ্ছে অপারেটিং সিস্টেমটির ৪.১ সংস্করণ। আইসক্রিম স্যান্ডউইচ সংস্করণটি সব হ্যান্ডসেটে আসার আগেই গুগল তাদের নিজেদের তত্ত্বাবধানে আসুসের তৈরি ট্যাবলেট নেক্সাস ৭-এর হাত ধরে আলোর মুখ দেখে অ্যান্ড্রয়েড জেলি বিন। এরপর থেকেই বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা তাদের ডিভাইসে জেলি বিন আপডেটের জন্য অপেক্ষায় আছেন।

সূত্র মতে, অ্যান্ড্রয়েড জেলি বিনের সঙ্গে এইচটি সেন্স ৪.৫ জুড়ে দেয়া হয়েছে যা ব্যবহারকারীদের আরও দ্রুততর একটি ইউজার ইন্টারফেস উপহার দেবে। এর আগে গত জুলাইয়ে এইচটিসি তাদের ওয়ান এক্স, এক্সএল এবং এস ডিভাইসে অ্যান্ড্রয়েড জেলি বিন আনার ঘোষণা দেয়। কিন্তু তারপর থেকে এইচটিসি আর কিছু জানায়নি। তবে বিশ্বস্ত সূত্র থেকেই জানা গেছে যে, অক্টোবরের মধ্যে এইচটিসি ব্র্যান্ডেড ওয়ান এক্স, এক্সএল এবং এ বছরের মধ্যেই অন্যান্য ক্যারিয়ারের ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন পেয়ে যাবে।

উল্লেখ্য, জেলি বিনের উপর ভিত্তি করে ইতোমধ্যেই কাস্টম রম তৈরি করে ফেলেছেন ডেভেলপাররা। কিন্তু অনেক ব্যবহারকারীই অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করে থাকেন যদিও সাধারণত অফিসিয়াল আপডেটগুলোয় বিভিন্ন ত্রুটি থেকে থাকে।

আপনি কি অফিসিয়াল জেলি বিনের জন্য অপেক্ষা করছেন নাকি কাস্টম রম ইন্সটল করবেন ভাবছেন?