আকাশপথেই একত্র হবে দুই প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও অ্যাপল

গ্যালাক্সি নোট ২

অ্যাপল ও স্যামসাং এক বিশাল আইনি যুদ্ধ ও একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও আকাশপথে এই দুই কোম্পানির পণ্যকে একসঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমানযাত্রীদের সেবায় ফ্লাইট অ্যাডেন্ডেন্টরা ও বিমান চালনার কাজে পাইলটরা মিলে ব্যবহার করবেন এই দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসাং-এর পণ্য। আমেরিকান এয়ারলাইনস সম্প্রতি জানিয়েছে, ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের ১,৭০০টি গ্যালাক্সি নোট ২ দেবে তারা। স্যামসাং-এর নতুন এই ট্যাবলেট ব্যবহার করে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের পছন্দের খাবার, তথ্য ইত্যাদি দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ স্যামসাং আনছে গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা

এর আগে আমেরিকান এয়ারলাইনস তাদের বিমানে পাইলটদের হাতে আইপ্যাড তুলে দেয়। যাবতীয় কাগজপত্রের ম্যানুয়ালের পরিবর্তে পাইলটরা অ্যাপলের এই ট্যাবলেট ব্যবহার করে থাকেন। স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ২ ঘোষণার কিছুদিন পরই এই ট্যাবলেটও বিমানে কাজে লাগানোর এই কথা জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস।

ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা এই গ্যালাক্সি নোট ২ ব্যবহারের ফলে যাত্রীদের সর্বশেষ তথ্যাদি হাতের কাছেই পাবেন। এতে করে যাত্রীদের আলাদা করে তারা কী ধরনের খাবার পছন্দ করেন বা কোন পানীয়টি নিবেন তা জিজ্ঞেস করতে হবে না। এতে করে যাত্রীরাও সর্বোচ্চ সেবা পাবেন বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস।

কবে নাগাদ এই ১,৭০০ গ্যালাক্সি নোট ২ ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের হাতে এসে পৌঁছবে তা জানানো না হলেও একটি বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, আর তা হলো, বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পাইলদের হাতে থাকবে অ্যাপলের আইপ্যাড আর পেছনে যাত্রীসেবায় নিয়োজিত থাকবে স্যামসাং গ্যালাক্সি নোট ২। এদিকে স্যামসাং জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নভেম্বরের মাঝামাঝিই বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি নোট ২।