সম্প্রতি স্যামসাং-এর অভ্যন্তরীণ ও খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীদের সূত্রে জানা গেছে, গ্যালাক্সি এস থ্রি’র ব্যাপক সফলতার পর স্যামসাং ইতোমধ্যেই এর উত্তরাধিকারী হ্যান্ডসেট গ্যালাক্সি এস ফোর তৈরির কাজ শুরু করে দিয়েছে। আগামী বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং-এর সবচেয়ে ব্যবসা সফল এই হ্যান্ডসেটের নতুন সংস্করণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
প্রাপ্ত তথ্য মতে, স্যামসাং গ্যালাক্সি এস থ্রি’র মতোই গ্যালাক্সি এস ফোর-এও রাউন্ডেড কর্নারের ডিজাইন ধরে রাখবে। অর্থাৎ, দেখতে গ্যালাক্সি এস থ্রি’র মতোই দেখাবে এস ফোর। তবে এর ডিসপ্লের আকার ৫ ইঞ্চি করা হতে পারে।
আরও পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি এস ৩ বনাম অ্যাপল আইফোন ৫
এলটিই ইন্টারনেট সংযোগ সুবিধাসহ গ্যালাক্সি এস ফোর-এ এক্সিনস কোয়াড-কোর প্রসেসর থাকবে বলে জানা গেছে। এর বাইরে খুব একটা চোখে পড়ার মতো কোনো পার্থক্য থাকবে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যদি কেবল একটু বড় আকারের স্ক্রিন সাইজ নিয়ে ও শক্তিশালী প্রসেসরসমৃদ্ধ এই সেট বাজারে আসে, তবুও স্যামসাং বিক্রি করতে পারবে বলে মনে করছেন অনেকে। অন্তত অ্যাপল প্রতি বছর তাই করছে। আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে, অ্যাপল-এর পথ অনুকরণ করেই স্যামসাং তাদের গ্যালাক্সি এস থ্রি বাজারে আনার এক বছরেরও কম সময়ের মধ্যে গ্যালাক্সি এস ফোর বাজারে আনার চিন্তা ভাবনা করছে।
প্রতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। সূত্র জানিয়েছে, গ্যালাক্সি এস ফোরের উদ্বোধনী ঘোষণা হওয়ার এক মাসের মাথায় এটি উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বাজারে ছাড়বে। সেই হিসেবে ২০১৩ সালের মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে গ্যালাক্সি এস ফোর-এর জন্য।
নিচে দেখুন গ্যালাক্সি এস ফোর কেমন হতে পারে সেই ধারণার উপর ভিত্তি করে ফ্যানদের ডিজাইন করা গ্যালাক্সি এস ফোরের চিত্র (আনঅফিসিয়াল)।
আপডেট
গ্যালাক্সি এস ফোর ফেব্রুয়ারিতে আসার খবর ছড়িয়ে পড়ার পর তা ‘অসত্য’ বলে স্যামসাং-এর কোরিয়ান টুইটার অ্যাকাউন্ট থেকে স্থানীয় ভাষায় একটি টুইট পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস ফোর নিয়ে গুজব ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অনেকে মন্তব্য করেছেন।
এর কারণটা সহজ হতে পারে। সাধারণত নতুন কোনো সেট আসছে শুনলে বর্তমান সেটের বাজার চাহিদা কমে যায়। মানুষ নতুন সেটের আগ্রহে বসে থাকে। আইফোন ৫ বাজারে আসার পূর্বে আইফোন ৪এস এর বিক্রি কমে গিয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। স্যামসাং সে পথে না গিয়ে তাদের গ্যালাক্সি এস থ্রি’র দিকেই ভোক্তাদের মনোযোগ রাখতে চাচ্ছে। হয়তো সে জন্যই এখনই স্যামসাং গ্যালাক্সি এস ফোর নিয়ে কোনো গুজব ছড়াক তা চাচ্ছে না।
তবে স্যামসাং নতুন কিছু মোবাইল চিপ তৈরির খবর জানিয়েছে যা আগামী প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হবে বলে জানিয়েছে তারা। এ থেকে এই ধারণা সহজেই করা যায় যে, মার্চে বা ফেব্রুয়ারিতে না হোক, ২০১৩ সালেরই কোনো এক সময় গ্যালাক্সি এস ফোর বাজারে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এস ফোর নিয়ে আপনার কী মতামত? গ্যালাক্সি এস থ্রি’র মতোই গ্যালাক্সি এস ফোরও কি বাজার মাত করতে পারবে? নাকি অ্যাপলের মতো অল্প কিছু নতুনত্ব দিয়ে নতুন সেট করে ধরা খাবে স্যামসাং? আপনার মন্তব্য জানান নিচের ঘরে।