প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসার সম্প্রতি নতুন একটি স্মার্টফোন বাজারে আনার কথা জানায়। স্মার্টফোনটি তৈরি করা হয়েছে চাইনিজ ইন্টারনেট প্রতিষ্ঠান আলিবাবা’র তৈরি আলিউন (Aliyun) অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। তবে স্মার্টফোনটি বাজারে আসলে গুগল এসারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এমন হুমকির মুখে আপাতত স্মার্টফোনটির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে এসার।
গুগল জানিয়েছে, ওপেন হ্যান্ডসেট এলায়েন্স (ওএইচএ) এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানগুলো অ্যান্ড্রয়েডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বা অ্যান্ড্রয়েডকে নিজেদের মতো করে তৈরি করা কোনো সংস্করণ ব্যবহার করতে পারবে না। গুগলের মতে, আলিউন ওএস-এর মতো অসামঞ্জস্যপূর্ণ বা ইনকমপ্যাটিবল অপারেটিং সিস্টেম পুরো অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমকে দুর্বল করে তোলে। গুগলের অ্যাপ্লিকেশনগুলো চালাতে হলে ডিভাইসে ব্যবহৃত সফটওয়্যার অবশ্যই অ্যান্ড্রয়েডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই নীতি গুগল অ্যান্ড্রয়েড ১.০ থেকেই চালু করেছে। কিন্তু আলিবাবা’র তৈরি অপারেটিং সিস্টেম পুরোপুরি অ্যান্ড্রয়েড বা গুগলের অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়। ফলে, এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনলে তার জন্য গুগল কোনো সাপোর্ট বা সহযোগিতা দেবে না ও কোম্পানিটির (এসার) সঙ্গে যাবতীয় কো-অপারেশন বন্ধ করে দেবে বলে সাফ জানিয়ে দিয়েছে গুগল।
সাধারণত স্যামসাং, সনি ইত্যাদি বিভিন্ন কোম্পানি অ্যান্ড্রয়েডের উপর তাদের নিজেদের তৈরি একটি ইউজার ইন্টারফেস যোগ করে দেয়। যেমন এইচটিসি সেন্স, স্যামসাং টাচউইজ ইউআই ইত্যাদি। কিন্তু আলিউন ওএস-এ অ্যান্ড্রয়েডকে প্রায় বদলে ফেলা হয়েছে বলে দাবি করছে গুগল। তাদের মতে, এটি অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমের জন্য পুরোপুরি উপযুক্ত নয়। এসারসহ বিশ্বের অন্যতম প্রায় সব স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানই ওপেন হ্যান্ডসেট এলায়েন্সের সঙ্গে যুক্ত। যার ফলে তারা চাইলেই অ্যান্ড্রয়েড থেকে গুগলকে বাদ দিয়ে নিজেদের মতো করে কাস্টোমাইজ করতে পারে না। যদি করতে যায়, তাহলে গুগল তাদের বিভিন্ন প্রযুক্তি লাইসেন্স দেয়া বন্ধ করে দেবে। তবে তারা কেবল ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনতে পারে।
এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে অ্যামাজনের কিন্ডল ফায়ার যেগুলো অ্যান্ড্রয়েডকে কাস্টোমাইজ করে তৈরি করা হয়েছে অথচ বাদ দেয়া হয়েছে গুগলের প্রায় সব সেবা। এটি সম্ভব হয়েছে এর একমাত্র কারণ, অ্যামাজন ওপেন হ্যান্ডসেট এলায়েন্সের সদস্য নয়।
এদিকে চীনের মার্কেটে বেশ শক্তিশালী অবস্থান গড়ে তুলছে আলিবাবা ও তাদের আলিউন ওএস। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যামাজন ও ইবে’র মতো আলিবাবারও রয়েছে ই-কমার্স বা অনলাইন বেচাকেনার বৃহৎ নেটওয়ার্ক। আলিবাবা কোম্পানির প্রধান জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চাইনিজ মার্কেটের জন্য খুব একটা সঙ্গতিপূর্ণ নয়। তাই তারা নিজেদের প্রয়োজনেই এই আলিউন ওএস তৈরি করেছে। তিনি আরও বলেছেন, “আমরা (আলিউন ওএস) চীনের অ্যান্ড্রয়েড হতে চাই।”
অবশ্য আলিবাবা দাবি করছে, আলিউন ওএস অ্যামাজনের কিন্ডল ফায়ারের অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে তৈরি করা হয়নি। ডেভেলপারদের দাবি, এটি অ্যান্ড্রয়েডের ডালভিক ভার্চুয়াল মেশিনের উপর নয়, বরং ওপেন-সোর্স লিনাক্সের সোর্স কোড থেকেই তৈরি করা হয়েছে। তবে গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের অ্যান্ডি রুবিন গুগল প্লাসে দাবি করেছেন, আলিউন অ্যান্ড্রয়েডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে এটি অ্যান্ড্রয়েড থেকেই তৈরি করা হয়েছে।
এদিকে এসার জানিয়েছে, তারা এখনও আলিবাবার অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই স্মার্টফোনটি বাজারে আনতে ইচ্ছুক। এ ব্যাপারে গুগলের সঙ্গে কথা চলছে বলেও জানিয়েছে তারা।