অ্যান্ড্রয়েডেই চালান কিউবেসিক প্রোগ্রাম

qbasic on androidকোনো কারণে কিউবেসিক শিখছেন? কেমন হয় যদি কিউবেসিক প্রোগ্রামিং-এর সিনট্যাক্স বা স্ট্রাকচার মনে রাখার জন্য কম্পিউটার ছাড়াই প্র্যাকটিস করা যেত? খাতা-কলমে লেখা একটি উপায় হতে পারে, কিন্তু খাতা তো আর আপনার প্রোগ্রামকে রান করবে না, তাই না? এ জন্য প্রয়োজন হবে কম্পিউটারের। অথবা একটি অ্যান্ড্রয়েডের।

এক্সডিএ ফোরামে সম্প্রতি এক ডেভেলপার বের করেছেন অ্যান্ড্রয়েড ডিভাইসে কিউবেসিক প্রোগ্রাম লেখা ও রান করার একটি উপায়। যদিও তিনি এটি এক্স৮ সেটের জন্য করেছেন, এই পদ্ধতি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটে কাজ করে বলেই জানা গেছে। চলুন দেখে আসি কীভাবে আপনার অ্যান্ড্রয়েডে কিউবেসিক প্রোগ্রাম রান করতে পারবেন।

ডাউনলোড

  • এখানে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে adosbox আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে নিন। আপনি চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেও এটি বের করতে পারবেন।
  • এই লিংক থেকে কিউবেসিক এর এক্সিকিউটেবল ফাইল (.exe) ডাউনলোড করে নিন।

সেটিংস

  • প্রথমেই কিউবেসিক এক্সিকিউটেবল ফাইলটি মেমোরি কার্ডে qbasic নামের একটি ফোল্ডারে রাখুন। ফোল্ডারটি তৈরি করে নিতে হবে। অ্যান্ড্রয়েডে ভালো ফাইল ম্যানেজার না থাকলে দেখতে পারেন সলিড এক্সপ্লোরার
  • ফাইলটি রাখার পর এর লোকেশন হবে /sdcard/qbasic/qb.exe
  • এবার adosbox চালু করুন। মেনু থেকে SDL settings -> video settings -> on-screen magnifying glass চালু করুন।

কিউবেসিক রান করা

  • প্রথমেই adosbox আবার চালু করুন। এবার কোড লিখুন নিচের মতো করে। প্রতি লাইনের কোড আলাদা আলাদা লিখে তা রান করতে হবে।
  • cls
  • mount d: /sdcard/qbasic
  • d:
  • qb.exe

এবার আপনার অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে আসবে কিউবেসিক।

qbasic on android

qbasic on android

qbasic on android

কিউবেসিক মূলক বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি আইডিই ও ইন্টারপ্রেটার। প্রোগ্রামিং শেখার শুরুর ধাপে এই ভাষা শেখা হয়ে থাকে। যদি আপনি প্রোগ্রামিং শিখতে শুরু করেন ও আপনার একটি অ্যান্ড্রয়েড থাকে, তাহলে এই পদ্ধতি হয়তো কাজে আসবেই। কিউবেসিক শিখতে এই লিংকটি কাজে আসতে পারে।

কিউবেসিক আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে চললো কি না তা জানাবেন কিন্তু!

সূত্র ও আরও সাহায্যঃ এক্সডিএ