উইন্ডোজ ফোনে টানতে অ‍্যান্ড্রয়েডের জন‍্য মাইক্রোসফটের নতুন অ‍্যাপ

microsoft

অ‍্যান্ডয়েড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম সে তথ‍্য প্রায় সবারই জানা। জনপ্রিয় এই প্ল‍্যাটফর্ম থেকে ব‍্যবহারকারীদের নিজেদের প্ল‍্যাটফর্মে নেয়ার চেষ্টার কোনো অন্ত নেই অন‍্যান‍্য স্মার্টফোন অপারেটিং সিস্টেম নির্মাতাদের। কিছুদিন আগে অ‍্যাপল তাদের আইফোনে সুইচ করার প্রক্রিয়া সহজ করতে অ‍্যান্ড্রয়েড অ‍্যাপ্লিকেশন প্রকাশ করে। তাদের অনুসরণ করে এবার মাইক্রোসফটও এনেছে নতুন অ‍্যাপ্লিকেশন।

মাইক্রোসফটের ‘অ‍্যাপকমপেয়ারিজন‘ অ‍্যাপ্লিকেশনের মাধ‍্যমে অ‍্যান্ড্রয়েড ব‍্যবহারকারীরা দেখতে পারবেন তাদের অ‍্যান্ড্রয়েডে থাকা অ‍্যাপ্লিকেশনগুলোর কোনটি কোনটি উইন্ডোজ ফোনেও রয়েছে। উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা না পাওয়ার অন‍্যতম মূল কারণ হচ্ছে অ‍্যাপ স্বল্পতা।

স্মার্টফোনের অন‍্যতম সুবিধাই নানাবিধ অ‍্যাপ্লিকেশন ও গেমস। প্রায় সব কাজের জন‍্যই কোনো না কোনো অ‍্যাপ রয়েছে। উইন্ডোজ ফোনের ব‍্যবহারকারী সংখ‍্যা তুলনামূলক কম হওয়ায় অ‍্যাপ ডেভেলপাররাও অ‍্যান্ড্রয়েড বা আইওএস-এর মতো উইন্ডোজ ফোনের উপযোগী করে অ‍্যাপ তৈরিকে খুব একটা প্রাধান‍্য দেয় না। মাইক্রোসফট কয়েক বছর ধরেই এই পরিস্থিতি বদলানোর জন‍্য কাজ করে যাচ্ছে। আর এবার কোম্পানিটির বিশ্বাস যে, আপনার প্রয়োজনীয় প্রায় সব অ‍্যাপ্লিকেশনই রয়েছে উইন্ডোজ ফোনে।

অ‍্যাপকমপেয়ারিজন যদি আপনার অ‍্যান্ড্রয়েডে থাকা কোনো অ‍্যাপ্লিকেশন উইন্ডোজ স্টোরে খুঁজে না পায়, তাহলে এটি ইন্টেলিজেন্টলি উইন্ডোজ স্টোরে থাকা বিকল্প কোনো অ‍্যাপ্লিকেশনের সন্ধান দেবে। অর্থাৎ, কোনোভাবেই যেন আপনার উইন্ডোজ ফোনে সুইচ করা থেমে না থাকে তার সব ব‍্যবস্থাই নিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের মোবাইল বিষয়ক প্রচারণার কাজ গত দুই বছর ধরে প্রায় থেমে ছিল বলা যায়। সম্প্রতি উইন্ডোজ ১০ চালিত নতুন দু’টি ফোন বাজারে এনেছে মাইক্রোসফট যেগুলো হলো লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০এক্সএল। এসব ফোনের বিক্রি বাড়াতেই অ‍্যান্ড্রয়েড ব‍্যবহারকারীদের নজরে আসার লক্ষ‍্যে নতুন এই অ‍্যাপ্লিকেশন তৈরি করেছে মাইক্রোসফট।

কিন্তু এই অ‍্যাপ কি কাজে আসবে? হ‍্যাঁ, যদি আপনি আসলেই নতুন উইন্ডোজ ফোনে সুইচ করতে চান, তাহলে এই অ‍্যাপ নি:সন্দেহে কাজে আসবে। কিন্তু সিংহভাগ অ‍্যান্ড্রয়েড ব‍্যবহারকারীদের জন‍্য এটি কেবলই প্লে স্টোরে ১ স্টার রেটিং দেয়ার আরেকটি অ‍্যাপ্লিকেশন।