২৪শে নভেম্বর শাওমি আনছে শাওমি মি প‍্যাড ২ ও রেডমি নোট ২ প্রো

Xiaomi Mi Pad 2

আগামী ২৪শে নভেম্বর চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি (Xiaomi) একটি ইভেন্টের ঘোষণা দিয়েছে। আরও আগে থেকেই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রকাশনা ধারণা করে আসছে যে, এই অনুষ্ঠানে শাওমি তাদের নতুন রেডমি নোট ২ প্রো উন্মোচন করবে। তবে সম্প্রতি জানা গেছে, নোট ২ প্রো এর পাশাপাশি শাওমি প‍্যাড ২ এরও দেখা মিলতে পারে এ সপ্তাহেই।

শাওমি ইতোমধ‍্যেই রেডমি নোট ২ প্রো এর একটি ছবি প্রকাশ করেছে। এটিই হবে শাওমির প্রথম ফুল মেটাল বডির স্মার্টফোন যেটায় ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারও থাকছে। অবশ‍্য ২৪ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত শাওমি নোট ২ প্রো এর হার্ডওয়‍্যার স্পেসিফিকেশন নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

অনুষ্ঠানের মাত্র তিনদিন আগে শাওমি আরও একটি নতুন ডিভাইসের ছবি প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এটি হতে যাচ্ছে শাওমি মি প‍্যাড ২। প্রযুক্তি বিষয়ক সাইট গিকবেঞ্চ ইতোমধ‍্যেই ডিভাইসটি সম্পর্কে কিছু তথ‍্য প্রকাশ করেছে।

গিকবেঞ্চ-এর তথ‍্য অনুযায়ী, শাওমির নতুন এই শাওমি মি প‍্যাড ২ ট‍্যাবলেটে থাকবে ২.২৪ গিগাহার্জ গতির ইনটেল X5-Z8500 এসওসি (চিপসেট)। উল্লেখ‍্য, প্রথম শাওমি মি প‍্যাডে ছিল এনভিডিয়া টেগরা কে১ চিপসেট।

শাওমির অন‍্যান‍্য ডিভাইসের মতোই মি প‍্যাড ২-এও অ‍্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে কোম্পানিটির তৈরি কাস্টোমাইজড ‘MIUI’ চলবে।

শাওমি ২৪ নভেম্বরের ইভেন্টে কেবল এই দু’টি ডিভাইসেরই ঘোষণা দেবে নাকি আরও কোনো চমকপ্রদ কোনো ঘোষণা নিয়ে অপেক্ষা করছে শাওমি, তা এখন কেবল তিনদিনের অপেক্ষা।

শাওমি ডিভাইস নিয়ে আপনার কী মত?