অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনে জন্য আসছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ

গুগল সম্প্রতি তাদের অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের ওএস আপডেট সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আন্ড্রয়েড ওয়ানের ফোনগুলো সরাসরি অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট পাবে। যেখানে সকল অ্যান্ড্রয়েড ফোন এখনও অ্যান্ড্রয়েড ৪.৪.৪ এ আটকে আছে সেখানে এ ধরনের সংবাদ আপডেটের অপেক্ষায় থাকা ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে।

গুগল অবশ্য এখনও বিস্তারিত জানায়নি যে তাদের এই নতুন সংস্করণে কী ধরনের সুবিধা থাকবে। তবে বেশ কয়েকটি সাইট জানিয়েছে, নতুন সংস্করণটিতে ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আসবে, যার মধ্যে উল্লেখযোগ্য হবে ম্যাটেরিয়াল ডিজাইনে নতুন কিছু রঙ। এছাড়াও সাইলেন্ট মোড, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও উন্নত র‌্যাম ম্যানেজমেন্টও অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির অন্যতম বৈশিষ্ট্য হবে বলে জানা গেছে।

সাধারণত গুগল তাদের অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণগুলো নেক্সাস ডিভাইসের জন্য আগে মুক্তি দিয়ে থাকে। কিন্তু এবারই প্রথম অ্যান্ড্রয়েড ওয়ানের জন্য আগে নতুন সংস্করণ মুক্তি দেয়া হচ্ছে। যদিও গুগল এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি, তবুও গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান ওয়েবসাইটে ইন্দোনেশিয়া থেকে ভিজিট করলে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ এর তথ্য দেখা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার পর দ্রুতই ভারত ও বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলোও নতুন আপডেট পেয়ে যাবে। আর যদি তাই হয়, তাহলে অ্যান্ড্রয়েড ওয়ান ফোনগুলো হয়তো প্রথমবারের মতো আপডেটের দিক দিয়ে ছাড়িয়ে যাবে নেক্সাস ডিভাইসকে। তবে কবে নাগাদ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট অ্যান্ড্রয়েড ওয়ান বা অন্যান্য নেক্সাস ডিভাইসে মুক্তি পাবে সে ব্যাপারে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গুগল প্রথম ২০১৪ সালে অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট ঘোষণা করে। এরপর প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন ঘোষণা করা হয় ভারতে। পরবর্তীতে সিম্ফনি বাংলাদেশে তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন রোর এ৫০ ঘোষণা করে। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকও প্রথম এই দেশীয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ওয়ান ফোনের সঙ্গে বেশ কিছু অফার দেয়।

অ্যান্ড্রয়েড কথনে ইতিমধ্যেই সিম্ফনির প্রথম এই অ্যান্ড্রয়েড ওয়ান ফোনের ইংরেজি হ্যান্ডস-অন রিভিউ প্রকাশিত হয়েছে। শিগগিরই বাংলায়ও রিভিউটি প্রকাশিত হবে। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও শিগগিরই ভিডিও রিভিউ প্রকাশিত হবে। অ্যান্ড্রয়েড কথনের যাবতীয় আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে