জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা এবং বাংলাদেশে বর্তমানে ব্লক থাকা মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে এমন খবর আমরা আগেই জানিয়েছি। পুরনো একটি সংস্করণের কোড ঘেঁটে ডেভেলপাররা খুঁজে পেয়েছেন হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের বিভিন্ন রেফারেন্স। এমনকি ওয়েব সংস্করণের লিংকও খুঁজে পাওয়া গেছে। কিন্তু সে সময় লিংকে ভিজিট করলে কেবলই সাইন-ইন করার অপশন আসতো।
কিন্তু সম্প্রতি ব্যবহারকারীর চোখে পড়েছে হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন রূপ। web.whatsapp.com ঠিকানায় গেলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন কিউআর কোডের মাধ্যমে লগইন করার সুবিধা। হোয়াটসঅ্যাপ নতুন এই পেজের নিচে নির্দেশনায় লিখেছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ থেকে মেনুতে গেলেই হোয়াটসঅ্যাপ ওয়েব অপশনটি পাওয়া যাবে, যেখান থেকে কিউআর কোডের মাধ্যমে ভেরিফাই করে লগইন করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, এখনও হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করেও হোয়াটসঅ্যাপ ওয়েবে লগইন করা যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে, এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের নতুন এই সেবা। তবে এটি চালু হয়ে গেলে ব্যবহারকারীদের মধ্যে তা বেশ সাড়া ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না।
ওয়েব সংস্করণের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবাগুলোর সঙ্গে পাল্লা দিতেই যেন ভয়েস কলিং সুবিধা নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এ বছরের শুরুর দিকেই হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং সুবিধা চালু হওয়ার কথা রয়েছে। অনেকেই ধারণা করছেন, হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে একইসঙ্গে ভয়েস কলিং ও ওয়েব সংস্করণ ব্যবহারের সুবিধাও আসতে পারে, যা হোয়াটসঅ্যাপকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।
হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ চালু হলে আপনি উপকৃত হবেন কি? নাকি হোয়াটসঅ্যাপ কেবল ফোনে মেসেজিং-এর জন্যই ভালো বলে মনে করেন?
This article also appears on Android Kothon English.