বাংলাদেশে মেসেজিং ও কলিং অ্যাপ্লিকেশন ভাইবার ও ট্যাঙ্গো ব্লক করে দেয়া হয়েছে। রবিবার দুপুরের পর থেকেই অনেক ভাইবার ব্যবহারকারী ফেসবুকের বিভিন্ন গ্রুপে তাদের ভাইবার ব্যবহারে সমস্যার কথা জানিয়ে পোস্ট করছিলেন। পরবর্তীতে সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করে যে, বিটিআরসির নির্দেশে এই দু’টি অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক খবরে জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ রাখতে বিটিআরসি থেকে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশ দেয়া হয়। গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে এক ঘোষণার মাধ্যমে গ্রাহকদের সন্ধ্যা পর্যন্ত সেবাগুলো ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে।
এদিকে বিডিনিউজ২৪ তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঠেকাতেই ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত সাধারণ ফোনকলের মতো ভাইবার বা ট্যাঙ্গোর মাধ্যমে প্রেরিত বার্তা বা ফোনকলের উপর কর্তৃপক্ষ নজরদারি করতে পারে না। সন্ত্রাসীমূলক কার্যক্রমে ভাইবারের মতো ইন্টারনেট নির্ভর ও বিনামূল্যের অ্যাপ্লিকেশন ব্যবহার করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাদের সনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে ‘নিরাপত্তার স্বার্থে’ বন্ধ রাখা হয় ভাইবার ও ট্যাঙ্গো।
উল্লেখ্য, খরচ বাঁচাতে ভাইবার ও ট্যাঙ্গো অত্যন্ত জনপ্রিয় দু’টি মেসেজিং সেবা। মোবাইল মেসেজিং-এ হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও সেবাটিতে ভয়েস কলিং-এর সুবিধা নেই, যেটি ভাইবারে রয়েছে। তবে শিগগিরই ভাইবারেও ভয়েস কলিং সুবিধা আসবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
ভাইবার ও ট্যাঙ্গো বন্ধে আপনি কোনরকম সমস্যায় পড়ছেন কি? আপনার মন্তব্য লিখুন নিচে মতামতের ঘরে।
Also published on Android Kothon English.