কেউ কেউ বলছেন অ্যাপল গ্যালাক্সি এস থ্রি’র সফলতা দেখে হিংসে করছে, কেউ বলছেন অ্যাপল আসলে মার্কেট হারাবে বলে ভয় পেয়ে স্যামসাং-এর বিরুদ্ধে আদালতে লড়ছে, কেউ বা আবার বলছেন, স্রেফ নিজেদের স্থান টিকিয়ে রাখতেই অ্যাপলের এই আইনি যুদ্ধ। তবে কারণ যেটাই হোক, নতুন প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাপলের আইফোনকে টপকে প্রথম স্থান দখল করলো অন্য কোনো স্মার্টফোন। তারচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে, এই স্মার্টফোন আর কারো নয়, স্বয়ং স্যামসাং-এর।
আরও পড়ুনঃ অ্যাপলের কাছে হারার পর গ্যালাক্সি এস থ্রি বিক্রির ধুম যুক্তরাষ্ট্রে
ক্যানাকর্ড জেনুইটির বিশ্লেষক মাইকেল ওয়াকলে’র মতে, মাসিক চ্যানেল চেক হিসেব করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের টেলিকম অপারেটর (ক্যারিয়ার) টি-মোবাইল, স্প্রিন্ট ও ভেরিজন নেটওয়ার্কের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন এখন স্যামসাং-এর গ্যালাক্সি এস থ্রি। তবে আরেক ক্যারিয়ার এটিঅ্যান্ডটি’র নেটওয়ার্কে আইফোন ৪এস এখনও সর্বাধিক ব্যবহৃত স্মার্টফোন। কিন্তু অন্য তিনটি বৃহদাকার নেটওয়ার্কে গ্যালাক্সি এস থ্রির সফলতাই স্মার্টফোনটিকে দেশের সর্বাধিক বিক্রিত ও এক নম্বর স্মার্টফোনের খেতাব এনে দেয়ার জন্য যথেষ্ট বলে জানিয়েছেন মাইকেল।
গ্যালাক্সি এস থ্রি ছাড়াও ভেরিজনের নেটওয়ার্কে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত স্মার্টফোন হচ্ছে মটোরোলার Droid RAZR MAXX আর যেসব ক্যারিয়ার এইচটিসি ওয়ান সিরিজের স্মার্টফোন বিক্রি করে তাদের সবারই প্রথম তিনটি স্থানের মধ্যে এইচটিসি ওয়ান সিরিজের কোনো না কোনো স্মার্টফোন রয়েছে।
গ্যালাক্সি এস থ্রি আপাতত যুক্তরাষ্ট্রে এক নম্বর অবস্থানে থাকলেও এ মাসেই নকিয়া, এইচটিসি, মটোরোলা, এলজিসহ অ্যাপল নতুন কিছু স্মার্টফোনের উদ্বোধন করতে যাচ্ছে। সেসবের সঙ্গে পাল্লা দিয়ে গ্যালাক্সি এস থ্রি শীর্ষস্থান ধরে রাখতে পারুক বা না পারুক, অন্তত একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে, অ্যাপল আদালতে যাই বলুক, মানুষ ধীরে ধীরে অ্যান্ড্রয়েডকে পছন্দ করছেন ও অ্যান্ড্রয়েড-চালিত তুলনামূলক উচ্চমানের স্মার্টফোন কিনতে উৎসাহিত হচ্ছেন।
স্যামসাং গ্যালাক্সি এস থ্রি’র এই সফলতাকে অ্যান্ড্রয়েডেরও সফলতা বলা যায়। এই সফলতায় আপনার কী অনুভূতি তা আমাদের জানান মন্তব্যের ঘরে।