আগামী মাসে মুক্তি পাচ্ছে টাইজেন-চালিত Samsung Z1

স্যামসাং টাইজেন

টাইজেন অপারেটিং সিস্টেম নিয়ে স্মার্টফোনপ্রেমীদের কমবেশি প্রায় সবাই জানেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে স্যামসাং-এর অবস্থানের পেছনে অন্যতম মূল অবদান রেখেছে অ্যান্ড্রয়েড। কিন্তু এই অ্যান্ড্রয়েড ব্যবহার করতে গিয়ে গুগলের সঙ্গে চুক্তিতে থাকতে হচ্ছে স্যামসাং-কে। এই গুগলের অধীনত্ব থেকে বেরিয়ে আসতেই স্যামসাং অনেকদিন ধরেই বিভিন্ন কোম্পানির সঙ্গে মিলে নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে।

টাইজেন নামের অপারেটিং সিস্টেমটির ইতোমধ্যেই কয়েকটি সংস্করণ মুক্তি পেয়েছে। স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের বেশ কিছু স্মার্টফোনের উপযোগী করেও টাইজেন রিলিজ করেছে। কিন্তু এখন পর্যন্ত টাইজেন-চালিত কোনো স্মার্টফোন বাজারে ছাড়েনি স্যামসাং। বারবার টাইজেন-চালিত ফোন বাজারে আনার তারিখ দেয়া হলেও নানা কারণে সেই তারিখ কেবল পিছিয়েই গেছে।

এই ডিসেম্বরেই ভারতের বাজারে টাইজেন-চালিত স্যামসাং-এর প্রথম স্মার্টফোন Samsung Z1 মুক্তির কথা থাকলেও, নতুন তথ্য বলছে, সেই তারিখও এক মাস পেছানো হয়েছে। আগামী মাসের ১৮ তারিখেই আনুষ্ঠানিকভাবে প্রথম টাইজেন-চালিত স্মার্টফোনের উদ্বোধন করবে স্যামসাং, এমনই তথ্য জানা গেছে কোরিয়ার একটি সংবাদমাধ্যমে। তবে স্যামসাং এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফাঁস হওয়া টাইজেন-চালিত ফোনের স্ক্রিনশট।

Samsung Z1 ফোনে গুজব অনুযায়ী ৪ ইঞ্চি 480×800 পিক্সেল রেজুলেশনের টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এতে থাকবে ডুয়েল-কোর স্প্রেডট্রাম প্রসেসর, মালি-৪০০ জিপিইউ, ৫১২ মেগাবাইট র‌্যাম, ডুয়াল-সিম স্লট, ৩.২ মেগাপিক্সেল ব্যাক ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এতে ব্লুটুথ ৪.০, ওয়াই-ফাই, জিপিএসসহ যাবতীয় প্রায় সব সুবিধাই থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার না করাই স্বাভাবিকভাবেই ফোনের হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট কমে গেছে। অনেকটা মজিলার ফায়ারফক্স ওএস-এর মতোই টাইজেন অপারেটিং সিস্টেমও তুলনামূলক কম হার্ডওয়্যারেই ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। এ কারণেই মাত্র ৫১২ মেগাবাইট র‌্যাম দিয়ে নতুন ফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে ফোনের স্পেসিফিকেশন নিয়ে এখনই নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

স্যামসাং মুখ না খুললেও ফোন বিষয়ক সাইট জিএসএমএরিনায় নাম অপ্রকাশিত রেখে দু’টি স্ক্রিনশট ও স্যামসাং জেড১-এর একটি স্লাইড ফাঁস করা হয়েছে। এর মধ্য দিয়ে অন্তত এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, ফোনটি নিয়ে কাজ করছে স্যামসাং।

অন্যদিকে টাইজেন অপারেটিং সিস্টেম বাজারে কেমন জনপ্রিয় হবে তা নিয়েও অনেকে বেশ আগ্রহী। স্যামসাং এতোদিন ধরে অপারেটিং সিস্টেমটির উন্নয়নে কাজ করে গেছে। সূত্র বলছে, Samsung Z1-এ থাকবে টাইজেন অপারেটিং সিস্টেমের ২.৩ সংস্করণ। সূত্রে প্রাপ্ত তথ্য ঠিক থাকলে, আগামী মাসেই টাইজেনের মুখ দেখতে যাচ্ছে বিশ্ব।