অবশেষে বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান ফোন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে নতুন এই ফোন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।
(আরও পড়ুন: Symphony Roar A50 অ্যান্ড্রয়েড ওয়ান)
অ্যান্ড্রয়েড ওয়ান মূলত গুগলের একটি বিশেষ প্রোগ্রাম যার আওতায় গুগল কমদামী ফোন সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে যায়। এ বছর গুগলের বার্ষিক আয়োজন গুগল আই/ও-তে প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান-এর ঘোষণা দেয়। পরবর্তীতে ভারতে প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান ফোন বাজারজাত করা হয়।
(আরও পড়ুন: কেন অ্যান্ড্রয়েড ওয়ান গুরুত্বপূর্ণ)
ইতোমধ্যেই বাজারে স্বল্পমূল্যের প্রচুর অ্যান্ড্রয়েড ফোন থাকলেও, ব্যবহারকারীরা প্রায়ই সেসব ফোনে আপডেট পান না এবং পারফরম্যান্স সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন। সেসব সমস্যা দূর করতেই মূলত গুগল অ্যান্ড্রয়েড ওয়ান নামের এই প্রোগ্রাম হাতে নেয়। এতে করে কমদামী হলেও ফোনগুলোর সফটওয়্যার আপডেট গুগল সরাসরি দিতে পারবে। এছাড়াও প্রায় স্টক রমের কাছাকাছি রম ইন্সটল করা থাকায় এর পারফরম্যান্সও বাজারে থাকা অন্যান্য স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে ভালো হবে বলে দাবি করেছে গুগল।
মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১
ভারতের বাজারে গুগলের পার্টনার হিসেবে মাইক্রোম্যাক্স অ্যান্ড্রয়েড ওয়ান ফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১ বিক্রি শুরুর পর থেকেই আমরা ধারণা করেছিলাম বাংলাদেশেও হয়তো তারাই প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান ফোন বাজারে আনবে। এখনও তারা এই ফোনটি বাজারে না আসলেও সম্প্রতি তারা বাংলাদেশে ফোনটি বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে, যেখানে অন্য কোনো কোম্পানি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন নিয়ে এখনও কোনো তথ্য জানায়নি। তাই ধারণা করাই যায় যে, বাংলাদেশে মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১-ই হতে যাচ্ছে প্রথম অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।
মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১-এ থাকছে ৪.৫-ইঞ্চি 480 x 854 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। এতে থাকছে ১.৩ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যা ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। মাইক্রোম্যাক্স জানিয়েছে, ফোনটির সঙ্গে তারা ৮ গিগাবাইটের মাইক্রোএসডি মেমোরি কার্ড ফ্রি দিচ্ছে।
এছাড়াও ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৭০০ এমএএইচ ব্যাটারি।
ফোনটির আসল বৈশিষ্ট্য হলো এর সফটওয়্যার আপডেট। অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট সংস্করণ ইন্সটল করা থাকলেও এটি দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাবে বলে জানিয়েছে মাইক্রোম্যাক্স। গুগলও তাদের ঘোষণায় এমনটাই জানিয়েছে। অপারেটিং সিস্টেমে নিয়মিত আপডেট না পাওয়া কমদামী অ্যান্ড্রয়েড ফোন ক্রেতাদের অনেকদিনের অভিযোগ। অ্যান্ড্রয়েড ওয়ান-এর মাধ্যমে সেসব ক্রেতাদের চাহিদা পূরণই গুগলের প্রধান লক্ষ্য।
ভারতের বাজারে বর্তমানে মাইক্রোম্যাক্স ক্যানভাস এ১-এর দাম রয়েছে ৬,৪৯৯ রুপি, যা বাংলাদেশী টাকায় ৮ হাজার টাকার আশেপাশে হয়। তবে বাংলাদেশে ঢাকার বসুন্ধরা সিটিতে প্রথম এই অ্যান্ড্রয়েড ওয়ান সেটটি ১০,০০০ টাকা দামে বিক্রি করছে মাইক্রোম্যাক্স।
অ্যান্ড্রয়েড ওয়ান এর আওতায় থাকা এই ফোন আপনার কেনার সম্ভাবনা কতটুকু?