স্মার্টফোন জগতে সাম্প্রতিক সময়ে যে কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড ফোন বেশ সাড়া ফেলেছে, তার মধ্যে অন্যতম হলো ওয়ানপ্লাস ওয়ান। যদিও কিছু কিছু বিতর্কিত বিজ্ঞাপন ও ডিভাইসটি প্রথম দিকে সবার জন্য উন্মুক্ত না করে বেশ সমালোচনার মুখে পড়েছে ওয়ানপ্লাস, তবুও এর ওয়ানপ্লাস ওয়ান ফোনের চাহিদায় কোনো প্রভাব পড়েনি। তবে সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার ভারতে ওয়ানপ্লাস ওয়ান বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লীর উচ্চ আদালত।
জানা গেছে, ভারতের স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ওয়ানপ্লাস-এর বিরুদ্ধে আদালতের স্মরণাপন্ন হয়েছে। কোম্পানিটি অভিযোগ করেছে, তাদের সঙ্গে সায়ানোজেন-এর এক্সক্লুসিভ চুক্তি রয়েছে যার ফলে ভারতের বাজারে কেবল তাদের নতুন কিছু ফোনেই ইন্সটল করা থাকবে সায়ানোজেন-এর মডিফায়েড অপারেটিং সিস্টেম। অথচ ওয়ানপ্লাস ওয়ান-এও সায়ানোজেন-এর অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকছে।
মাইক্রোম্যাক্স তাদের অভিযোগে লিখেছে, সায়ানোজেন-এর সঙ্গে তাদের এই “ইন্ডিয়া-এক্সক্লুসিভিটি” চুক্তি লঙ্ঘন করে ওয়ানপ্লাস ওয়ান ভারতের বাজারে সায়ানোজেনমড দিয়ে ফোন বিক্রি করছে। “অবৈধ” এই “কার্যকলাপ” যদি ওয়ানপ্লাস অব্যাহত রাখে তবে মাইক্রোম্যাক্স আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হবে।
এই অভিযোগের প্রেক্ষিতে দিল্লী উচ্চ আদালত ভারতের বাজারে ওয়ানপ্লাস-এর ফোন বাজারজাত, প্রচারণা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে মাত্র গত সপ্তাহেই ভারতে আরেক জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান Xiaomi-কে ভারতের বাজারে তাদের ফোন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে দিল্লী উচ্চ আদালত। তবে কোম্পানির হুগো ব্যারা — যিনি গুগলের অ্যান্ড্রয়েড বিভাগ ছেড়ে চীনের এই কোম্পানিতে যোগ দিয়েছেন — সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন, সাময়িকভাবে তাদের ফোন বিক্রির উপর এই ব্যান তুলে নেয়া সম্ভব হয়েছে। আগামী ২৩শে ডিসেম্বর থেকে ভারতে Xiaomi Redmi 1S বিক্রি শুরু হবে। তারই কিছুদিন পর Redmi Note 4G-ও বিক্রি শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
তবে মাইক্রোম্যাক্সের অভিযোগের ফলে ব্যানের মুখে পড়া ওয়ানপ্লাস ওয়ান তাদের ডিভাইস কবে নাগাদ বিক্রি শুরু করতে পারে সে ব্যাপারে এখনও অনিশ্চিত। ইতোমধ্যেই সায়ানোজেন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের ওয়ানপ্লাস ওয়ান ব্যবহারকারীদের ডিভাইসে তারা আর ওটিএ (ওভার দি এয়ার) আপডেট দিবে না। ওয়ানপ্লাসও জানিয়েছে তাদের ফোনগুলোয় থাকবে অ্যান্ড্রয়েড ৫.০-এর উপর ভিত্তি করে তৈরি তাদের নিজস্ব কাস্টোমাইজেশন (বিল্ড) ইন্সটল করা থাকবে। আগামী ফেব্রুয়ারিতেই সেসব আপডেট মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস আরও জানিয়েছে, মাইক্রোম্যাক্সের সঙ্গে সায়ানোজেন-এর এক্সক্লুসিভিটি ডিল সম্পর্কে তারা ওয়ানপ্লাস ওয়ান বাজারে ছাড়ার কিছুদিন আগে জানতে পেরেছেন। দিল্লী উচ্চ আদালত জানিয়েছে, মাইক্রোম্যাক্সের সঙ্গে থাকা তাদের চুক্তি লঙ্গন করার দায়ে সায়ানোজেন-এর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আইনে মামলা দায়ের করতে পারবে ওয়ানপ্লাস। তবে ওয়ানপ্লাস সে পথে হাঁটবে কি না তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত: সায়ানোজেনমন মূল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে তাদের নিজের মতো করে কাস্টোমাইজ করে অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী করে তুলে। সাধারণত সায়ানোজেনমড, বা সিএম সংস্করণগুলো অন্য যে কোনো স্টক রম-এর তুলনায় অনেক দ্রুত কাজ করে কেননা এতে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বাদ দেয়া হয়, ফলে খালি থাকে ফোন মেমোরি ও র্যাম। কাস্টম রম এর জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সায়ানোজেনমড।