আগামী ১২ই ডিসেম্বর থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাবের মেলা । তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা এবার আরও বড় আকারে আয়োজিত হবে বলে জানিয়েছে আয়োজক এক্সপো মেকার।
সূত্র জানিয়েছে, এবারের মেলায় আসুস, লেনোভো, হুয়াওয়ে, অপো, মাইক্রোসফট ও স্যামসাং-এর মতো স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা বিশ্বখ্যাত কিছু কোম্পানি তাদের বিভিন্ন পণ্যের প্রদর্শনী করবে। বিশেষ মূল্য ছাড় ও গিফটের পাশাপাশি মেলায় দর্শনার্থীরা তাদের স্মার্টফোন ও ট্যাবের জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজও কিনতে পারবেন বলে মেলার আয়োজকরা জানিয়েছেন।
১২ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত এই মেলায় প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অনলাইন গেমিং কন্টেস্টেরও আয়োজন করা হবে বলে জানা গেছে। সেই সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের তাদের অ্যাপ প্রদর্শনীর জন্য বিশেষ ‘অ্যাপ জোন’-এরও ব্যবস্থা রাখা হবে।
এছাড়াও তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে স্মার্টফোন ও স্মার্টফোনের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট নির্ভর চারটি ভিন্নধর্মী সেমিনার ও একটি ওয়ার্কশপ। ওয়ার্কশপে মোবাইলের জন্য কীভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় তা নিয়ে প্রাথমিক ধারণা দেয়া হবে বলে জানা গেছে।
স্মার্টফোন ও ট্যাবের মেলা প্রতিবারই বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু দর্শনার্থীদের প্রায় সবারই অভিযোগ ছিল জায়গার স্বল্পতার। আয়োজকরা জানিয়েছেন পূর্বের চেয়ে এবারের আয়োজন আরও বড় আকারে করা হচ্ছে। তাই স্মার্টফোন বা ট্যাব নিয়ে আগ্রহ থাকলে তো বটেই, কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজ কেনার ইচ্ছে থাকলে ১২ থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন ঘুরে আসুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য স্মার্টফোন ও ট্যাবের মেলা।
স্মার্টফোন ও ট্যাবের মেলার এর আগের আয়োজনগুলোতে গিয়েছিলেন কি?
This post also appears on Android Kothon English.