দেশের বাজারে আসছে নতুন স্মার্টফোন কোম্পানি Goldberg

বাংলাদেশে এ বছরের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার বেশ চাঙ্গা ছিল বলা চলে। প্রতিনিয়ত বেড়ে চলা এই বাজারে তাই বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড-চালিত ফোন ও ট্যাবলেটের দেখা পাওয়া গেছে। বিশেষ করে লো-এন্ড থেকে মিড-রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ডের চেয়ে দেশীয় ব্র্যান্ডের ফোনের জনপ্রিয়তাই বেশি দেখা গেছে। ইতোমধ্যেই নতুন কয়েকটি স্মার্টফোন কোম্পানি এই বাজারে যোগ দিলেও শিগগিরই দেশীয় উদ্যোগে আরেকটি কোম্পানি অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন আসতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াগুলোয় বেশ কিছুদিন ধরেই নতুন যে কোম্পানিটির নাম সবার নজরে পড়ছে, তা হলো গোল্ডবার্গ।

goldberg bangladesh

মূলত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে প্রচারণার মাধ্যমেই সবার নজরে আসে নতুন এই কোম্পানিটি। Goldberg কী ধরনের প্রাইস-রেঞ্জের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে কিংবা কবে নাগাদ এসব ফোন বাজারে আসবে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও জানায়নি। তবে দেশের স্মার্টফোন বাজারে কিছুটা হলেও সাড়া ফেলার প্রস্তুতি নিয়েই কোম্পানিটি আত্মপ্রকাশ করবে, অন্তত গোল্ডবার্গের অনলাইন প্রচারণা তাই-ই বলে।

বাজারে আসার আগেই গোল্ডবার্গ একটি বিশেষ কন্টেস্টেরও আয়োজন করেছে ফেসবুকে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গেছে, গোল্ডবার্গ তাদের নিজেদের স্মার্টফোনে ওয়ালপেপার হিসেবে ব্যবহারের জন্য ফটো কন্টেস্টের আয়োজন করেছে। দেশীয় উদ্যোগ হিসেবে দেশের মানুষের ছোঁয়া রাখতেই যেন প্রতিষ্ঠানটি জানিয়েছে, গোল্ডবার্গ স্মার্টফোনে বিল্ট-ইন ওয়ালপেপার হিসেবে দেশীয় ফটোগ্রাফারদের ছবি ব্যবহার করা হবে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলে এমন ছবিই গোল্ডবার্গ তাদের ফেসবুক পেজের মাধ্যমে জমা দেয়ার আয়োজন করেছে। গোল্ডবার্গ জানিয়েছে, যে ফটোগ্রাফারের ছবি তাদের ফোনে ওয়ালপেপার হিসেবে ব্যবহারের জন্য নির্বাচিত হবে তিনি বিনামূল্যে একটি গোল্ডবার্গ ফোনসহ আরও বেশ কিছু পুরস্কার পাবেন।

goldberg bangladesh

নভেম্বরের ৪ তারিখের মধ্যে ফটোগ্রাফারদের ছবি জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ, যখনই কোম্পানিটি স্মার্টফোনগুলো বাজারে আনার পরিকল্পনা করে থাকুক না কেন, তা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে।

দেশীয় উদ্যোগে মাসখানেক আগে আরেকটি কোম্পানি স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করে। এদিকে এ বছরের মধ্যেই গুগলের সরাসরি তত্ত্বাবধানে  অ্যান্ড্রয়েড ওয়ান ব্যানারে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশের বাজারে আসার কথা রয়েছে। এসবের মধ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে গোল্ডবার্গ নামের নতুন এই স্মার্টফোন। আগামী বছর দেশের অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য বেশ উত্তেজনাময় একটি সময় হতে যাচ্ছে তা এ থেকেই বলা যায়। আর সেই সঙ্গে এটিও স্পষ্ট যে, ক্রেতাদের নজর কাড়তে অসাধারণ কিছু অফার করতে হবে গোল্ডবার্গকে, নইলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশের এই বাজারে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে।

দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারের জন্য আগামী বছরটি কেমন যাবে বলে মনে করেন?

This post also appears on Android Kothon English.