প্রতিবারের মতো এবারও বছরের শেষ প্রান্তিকে এসে গুগল ঘোষণা দিলো নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ, নতুন নেক্সাস ফোন নেক্সাস ৬, এবং নতুন ট্যাবলেট নেক্সাস ৯। এবারের এই ট্যাবলেটটি তৈরি করেছে এইচটিসি, ফলে এর নাম হয়ে গেছে এইচটিসি নেক্সাস ৯।
এবারের সব নেক্সাস ডিভাইসের ক্ষেত্রেই ডিভাইসের আকার, হার্ডওয়্যার, ও কিছু ক্ষেত্রে দাম বাড়িয়ে দিয়েছে গুগল। কিন্তু তার মানে এই নয় যে এগুলো জনপ্রিয়তা কুড়াবে না। বরং ডিভাইসের স্পেসিফিকেশন ও সেই অনুযায়ী দাম দেখলে অনেকেরই উল্টোটা মনে হতে পারে।
নতুন এইচটিসি নেক্সাস ৯ ট্যাবলেটে রয়েছে ৮.৯-ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 2048 x 1536 পিক্সেল। পাশগুলোতে প্রিমিয়াম মেটাল বিল্ডের এই ট্যাবলেটে ব্যবহৃত হচ্ছে এইচটিসির বুমসাউন্ড স্পিকার টেকনোলজি। এছাড়াও এটি হতে যাচ্ছে প্রথম নেক্সাস ডিভাইস যাতে থাকছে ৬৪-বিট প্রসেসর। যেমনটা আমরা আগেই জেনেছি, এতে থাকছে এনভিডিয়ার টেগরা কে১ চিপসেট, যা ট্যাবলেটটিকে করে তুলবে মোবাইল পাওয়ারহাউস। ট্যাবলেটটিতে ২ গিগাবাইট র্যাম থাকবে। গুগল বলছে, ডিভাইসটি গড়ে ৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপে চলতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
(আরও পড়ুন: এলো অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ)
গুগল বলছে, ৮.৯-ইঞ্চি আকারের হলেও এইচটিসি নেক্সাস ৯ বহন করার জন্য যথেষ্টই ছোট, অথচ কাজ করার ক্ষেত্রে যথেষ্ট বড়। বিশেষ করে এই ট্যাবলেট ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছে গুগল, যার প্রমাণ হিসেবেই এইচটিসি নেক্সাস ৯-এর সঙ্গে উপযোগী একটি কিবোর্ড বাজারে আনছে গুগল যা চুম্বকশক্তির মাধ্যমে নেক্সাস ৯-এর সঙ্গে সংযুক্ত হয় এবং বিভিন্ন অ্যাঙ্গলে ট্যাবলেটটি দাঁড় করাতে পারে। ফলে আপনি একে অনেকটা ল্যাপটপের মতোই ব্যবহার করতে পারবেন। বলা বাহুল্য, মাইক্রোসফট সারফেসের একটি বিশেষ সুবিধাকেই নিজেদের কব্জায় নিয়ে এসেছে গুগল ও এইচটিসি। তবে ট্যাবলেট কিবোর্ডটি আলাদা বিক্রি হবে এবং এর দাম এখনও জানানো হয়নি।
গুগলের নতুন এই এইচটিসি নেক্সাস ৯ ট্যাবলেটে নেক্সাস ৬-এর মতোই চলবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। নতুন সংস্করণের নতুন ডিজাইন ও সুবিধাগুলোকে পুরোপুরি কাজে লাগানোর উপযোগী করেই নতুন এই নেক্সাস ট্যাবলেটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গুগল। অক্টোবরের ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার শুরু হবে নেক্সাস ৯-এর। আর বাজারে পাওয়া যাবে নভেম্বরের ৩ তারিখ থেকে।
(আরও পড়ুন: গুগল ঘোষণা করলো নেক্সাস ৬)
গুগল জানিয়েছে, এইচটিসি নেক্সাস ৯ পাওয়া যাবে কালো ও সাদা দু’টি রঙে এবং তিনটি ভিন্ন মডেলে, যেগুলো হলো: ১৬ গিগাবাইট ৩৯৯ ডলার, ৩২ গিগাবাইট ৪৭৯ ডলার, এবং এলটিই সুবিধা-সম্পন্ন ৩২ গিগাবাইট মডেল যার দাম হবে ৫৯৯ ডলার। বলা বাহুল্য, এসব ডিভাইসের কোনোটিতেই মাইক্রোএসডি কার্ড স্লট নেই। ফলে আপনি যেই স্টোরেজের মডেল পছন্দ করবেন, ততটুকু স্টোরেজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।
গুগলের নতুন এই এইচটিসি নেক্সাস ৯ ট্যাবলেট নিয়ে আপনার কী মত? দাম ও স্পেসিফিকেশনের বিচারে বাজারে কতোটা সাড়া পাবে গুগলের নতুন এই ট্যাবলেট?