অবশেষে জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে গুগল ঘোষণা দিলো আগামী প্রজন্মের দু’টি নেক্সাস ডিভাইস। এবার আসছে এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের নেক্সাস ফোন ‘নেক্সাস ৬’ এবং সবচেয়ে শক্তিশালী নেক্সাস ট্যাবলেট এইচটিসি নেক্সাস ৯। দু’টি ডিভাইসেই চলবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ।
গুগলের প্রথম নেক্সাস ফোন থেকে শুরু করে ক্রমেই ডিভাইসের আকার ও স্পেসিফিকেশন বেড়ে চলেছে। আর এটাই স্বাভাবিক, কারণ প্রতিনিয়তই স্মার্টফোন দুনিয়ার নতুন নতুন সব চমকপ্রদ প্রযুক্তির স্বাদ পেতে সবাই-ই পছন্দ করেন। চাহিদার দিকে লক্ষ্য রেখেই গুগল এবারের নেক্সাস ৬ ফোনে দিয়েছে ৬-ইঞ্চি আকারের বিশাল ডিসপ্লে, যা সম্প্রতি বাজারে আসা আইফোন ৬ প্লাস কিংবা গ্যালাক্সি নোট ৪-এর চেয়েও বড়। তবে গ্যালাক্সি নোট ৪-এর মতোই নেক্সাস ৬-এর ডিসপ্লেটি হচ্ছে কোয়াড এইচডি, যার ফলে বড় আকারের ডিসপ্লে হওয়ার পরও এতে ছবি ও টেক্সট দেখা যাবে খুবই শার্প।
(আরও পড়ুন: গুগল ঘোষণা করলো ৬৪-বিট প্রসেসরের নেক্সাস ৯)
নেক্সাস ৬ ফোনটিতে দেয়া হয়েছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে দু’টি ফ্রন্ট-ফেসিং স্পিকারও দেয়া হয়েছে। আর এসব কিছুর শক্তি যোগাতে যুক্ত হয়েছে ৩২২০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। নেক্সাস ৬ পাওয়া যাবে ৩২ গিগাবাইট ও ৬৪ গিগাবাইটের দু’টি মডেলে। এছাড়াও নীল ও সাদা দু’টি রঙে ডিভাইসগুলো বাজারে আসবে বলে জানা গেছে।
গুগলের নেক্সাস ডিভাইসগুলো সাধারণত ইতোমধ্যেই বাজারে থাকা জনপ্রিয় কোনো স্মার্টফোনের খানিকটা পরিবর্তিত সংস্করণ হয়ে থাকে। যেমন নেক্সাস ৫ ছিল এলজি জি২-এর মডিফায়েড সংস্করণ। ঠিক তেমনি নেক্সাস ৬ হচ্ছে মটোরোলার নতুন মটো এক্স-এর পরিবর্তিত সংস্করণ। মটো এক্স সেকেন্ড জেনারেশনের মতোই নেক্সাস ৬-এর চারপাশে রয়েছে মেটাল ট্রিম, গোলাকার ফ্ল্যাশ রিং এমনকি মটোরোলা লোগোও। অবশ্য এটি ব্যবহারকারীদের নেক্সাস ৬-এর দিকে আকৃষ্টই করবে। কেননা একাধিক প্রযুক্তি প্রকাশনা ২০১৪ সালের সেরা স্মার্টফোন হিসেবেই মটোরোলা মটো এক্স-এর নতুন সংস্করণটির নাম বলেছে।
(আরও পড়ুন: এলো অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ)
অন্যান্য নেক্সাসের মতোই নেক্সাস ৬-ও চলবে গুগলের স্টক অ্যান্ড্রয়েড সংস্করণে। ফলে ব্যবহারকারীরা আসল অ্যান্ড্রয়েডের স্বাদ পাবেন। তবে আগের সব নেক্সাস থেকে একটি দিকে বিশাল পরিবর্তন এনেছে গুগল; আর তা হলো দাম। নেক্সাস ডিভাইসগুলোর তুমুল জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর তুলনামূলক কম দাম। কিন্তু নেক্সাস ৬ থেকে একটু বেশি দামেই ফোন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে গুগল। আর তাই নেক্সাস ৬-এর দাম ধরা হয়েছে আনলক সংস্করণ ৬৪৯ ডলার, যা একে এ পর্যন্ত বাজারে আসা নেক্সাস ফোনের মধ্যে সবচেয়ে দামী ফোন করে তুলেছে।
বরাবরের মতোই নতুন নেক্সাস হিসেবে নেক্সাস ৬ চলবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ-এ, যেটায় গুগল এনেছে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ নামের ব্যাপক কিছু পরিবর্তন। বিশালাকার ও শক্তিশালী হার্ডওয়্যারের নতুন প্রজন্মের নেক্সাস ৬ নভেম্বরের শুরুর দিকেই বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল।
গুগলের নেক্সাস ৬ নিয়ে আপনার কী মত? পূর্ববর্তী নেক্সাসগুলোর মতো এই নেক্সাস ফোন কি জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? নাকি দামের কারণে মটোরোলা মটো এক্স-এর প্রথম সংস্করণের মতোই বিক্রি কমে যাবে নতুন নেক্সাস ফোনের?