অ্যান্ড্রয়েড হাতে নিয়েছেন অথচ ফ্রুট নিনজা গেমটি কিছুক্ষণ খেলে দেখেননি এমন কেউই বোধহয় নেই। গেমটি ভালো বা খারাপ যেমনটাই মনে হোক না কেন, একবার হলেও গেমটি খেলে দেখেছেন প্রায় সবাই। সিম্পল অথচ মজার ও অ্যাডিক্টিভ এই গেমটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে দ্রুতই। মুক্তি পাওয়ার পর চার বছর অতিক্রম হয়ে যাবার পর আজও গেমটির জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েনি।
তবে অনেকদিন ধরেই যারা গেমটি খেলে আসছেন, তাদের অনেকেই গেমটিতে বোর হয়ে যাচ্ছেন। কেননা, ডেভেলপার হাফব্রিক গেমটিতে তেমন কোনো আপডেট রিলিজ দেন না। তাই অনেক গেমারই একটি নির্দিষ্ট সময় পর গেমটি খেলা বন্ধ করে দিয়েছেন। সেইসব গেমারদেরই ফিরিয়ে আনতে ডেভেলপার হাফব্রিক নতুন ‘মেজর’ আপডেট রিলিজ করতে যাচ্ছে আগামী মাসে। জানা গেছে, সিকুয়েল বা ফ্রুট নিনজা ২ নয়, বরং বর্তমান গেমেরই একটি বড় আপডেট হিসেবে গেমে নতুন কিছু ফিচার যোগ করা হবে।
নতুন আপডেটে গেমাররা পাবেন বিভিন্ন ধরনের ব্লেড। আর এসব ব্লেডে কেবল গ্রাফিক্সেই পরিবর্তন আসবে না, বরং পারফরম্যান্সেও টের পাওয়া যাবে ব্যতিক্রম। এছাড়াও গেমটির স্কোরিং-এও কিছুটা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে হাফব্রিক, যার ফলে গেমটির ফ্রুট স্লাইসিং স্ট্র্যাটেজিতেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া পাবেন গেমাররা।
সূত্র জানিয়েছে, আগামী মাসের শুরুর দিকেই ফ্রুট নিনজার নতুন এই আপডেটটি মুক্তি দেয়া হবে। এরপরই দেখা যাবে ফ্রুট নিনজাপ্রেমীদের মাঝে কেমন সাড়া ফেলে নতুন এই আপডেট।
শেষ কবে ফ্রুট নিনজা গেমটি খেলেছেন?