এইচটিসি নেক্সাস ৯ মুক্তি পাচ্ছে খুব শিগগিরই: সূত্র

এইচটিসি

গুগলের আগামী নেক্সাস ট্যাবলেট তৈরি করছে এইচটিসি। আর সেই ট্যাবলেটের চিপসেট হিসেবে থাকছে এনভিডিয়ার শক্তিশালী টেগরা কে১। এর সবই গুজব, যদিও সম্প্রতি এনভিডিয়ার লিগ্যাল কিছু ডকুমেন্টে এইচটিসি নেক্সাস ৯-এর প্রমাণ পাওয়া গেছে। তবে একাধিক সূত্র দাবি করছে, সব গুজবকে ছাপিয়ে খুব শিগগিরই অবমুক্ত হতে যাচ্ছে গুগলের নতুন নেক্সাস ট্যাবলেট, এইচটিসি নেক্সাস ৯।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তাদের সূত্রের উল্লেখ করে জানিয়েছে, অতি দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে এইচটিসি নেক্সাস ৯। এইচটিসির ইঞ্জিনিয়াররা গত কয়েক মাস ধরেই নতুন নেক্সাস নিয়ে কাজ করতে গুগলের মাউন্টেইন ভিউতে অবস্থিত হেডকোয়ার্টারে যাতায়াত করছেন।

সূত্র জানিয়েছে, ট্যাবলেট তৈরিতে এইচটিসির খুব একটা অভিজ্ঞতা না থাকলেও এক কোম্পানিকে একচ্ছত্র আধিপত্য দেয়া এড়াতেই গুগল তাদের নতুন নেক্সাস ট্যাবলেট তৈরির কাজ দিয়েছে এইচটিসির হাতে। এর আগের নেক্সাস ট্যাবলেটগুলো তৈরি করে যথাক্রমে আসুস ও স্যামসাং।

ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড এল-এর সঙ্গেই আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে এইচটিসি নেক্সাস ৯। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ পর্যন্ত একে ৮.৯-ইঞ্চি আকারের ধারণা করা হলেও আসলে পুরো ৯-ইঞ্চি আকারেরই হবে এই ট্যাবলেটের ডিসপ্লে সাইজ। আর এনভিডিয়ার চিপসেটের কথা তো ফাঁস হওয়া তথ্যেই নিশ্চিত হওয়া গেছে।

চূড়ান্তভাবে কোনো তারিখ জানা না গেলেও একাধিক সূত্র ধারণা করছে, আগামী অক্টোবরের ১৬ তারিখেই আলোর মুখ দেখবে গুগলের নেক্সাস প্রোগ্রামের আওতায় এইচটিসির তৈরি প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট, এইচটিসি নেক্সাস ৯।

এইচটিসি নেক্সাস ৯ নিয়ে আপনার কী অভিমত?