ট্যাবলেটের বাজারে আইপ্যাড, অ্যান্ড্রয়েড ট্যাবলেট আর গুটিকয়েক উইন্ডোজ ট্যাবলেটের ছড়াছড়ি। তবে হার্ডকোর পাঠকদের মধ্যে অ্যামাজনের কিন্ডলের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর সেই পাঠকদের হাতেই নতুন আরেকটি কিন্ডল তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও সাময়িকভাবে অ্যামাজনের জার্মান ও জাপানিজ সাইটে “Kindle Voyage” নামের নতুন এই ট্যাবলেটের খোঁজ পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ৬ ইঞ্চি হাই রেজুলেশন (৩০০ পিপিআই) ডিসপ্লের নতুন এই কিন্ডল ট্যাবলেটটি আগামী নভেম্বরের ৪ তারিখে অবমুক্ত করা হবে। তবে নতুন ট্যাবলেটটির কোনো ছবি কোথাও আপলোড করা হয়নি।
অ্যামাজনের নতুন ট্যাবলেটের তথ্য ছড়িয়ে পড়ার পর অ্যামাজন দ্রুত কিন্ডল সংক্রান্ত তথ্য তাদের জার্মান সাইট থেকে সরিয়ে নেয়। তবে প্রযুক্তি বিষয়ক সাইটগুলো ততক্ষণে নতুন কিন্ডল সম্পর্কিত যথেষ্ট তথ্যই জোগাড় করে ফেলেছে। জানা গেছে, Kindle Voyage-এ বিশেষ ধরনের পেজ প্রেস সেন্সর থাকবে যার মাধ্যমে ট্যাবলেটের ফ্রেমে হালকাভাবে চাপ দিলেই পরবর্তী পৃষ্ঠা চলে আসবে। ফলে সোয়াইপ করে পাতা ওল্টানোর ঝামেলা থাকছে না।
অ্যামাজনের জাপানিজ সাইট থেকে জানা গেছে, নতুন কিন্ডলটি ৩জি ও ওয়াই-ফাই দু’টি আলাদা মডেলে পাওয়া যাবে। এছাড়াও জানা গেছে এর পুরুত্ব মাত্র ০.৮ মিলিমিটার ও ওজন ১৮৬ গ্রাম। এর ৩জি সংস্করণ ২৪৯ ইউরো ও ওয়াই-ফাই সংস্করণ ১৮৯ ইউরো দামে বিক্রি হবে বলে সাইটটিতে বলা হয়েছে।
উল্লেখ্য, অ্যামাজনের বর্তমান কিন্ডল পেপারহোয়াইটের দাম ৩জি সংস্করণ ১৬৯ ইউরো ও ওয়াই-ফাই ১০৯ ইউরো। নতুন কিন্ডলটি কি পেপারহোয়াইটের বদলে আসছে নাকি কেবল হাই-এন্ড কিন্ডল হিসেবে বাজারে আসবে সে সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।
পাঠকদের মধ্যে জনপ্রিয় কিন্ডল ট্যাবলেটের নতুন সংস্করণের খবর হয়তো অনেক সম্ভাব্য ক্রেতাকেই আরও কিছুদিন অপেক্ষা করতে বাধ্য করবে। দেখা যাক কতদিনে নতুন কিন্ডল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানায় অ্যামাজন।