এনভিডিয়া টেগরা কে১ সহ এইচটিসি নেক্সাস ৯ এ বছরের শেষেই

এনভিডিয়া

এনভিডিয়ার শক্তিশালী টেগরা কে১-এর নাম স্মার্টফোনের খোঁজ-খবর রাখেন এমন প্রায় সবাই শুনেছেন। নতুন প্রাপ্ত তথ্য বলছে, এইচটিসির নতুন ডিভাইস ‘এইচটিসি নেক্সাস ৯’-এ থাকবে এনভিডিয়ার শক্তিশালী এই চিপ। আর ফোনটি এ বছরেরই তৃতীয় প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তবে বলা বাহুল্য, এর সবই এখনও গুজব। এইচটিসি নেক্সাস ৯ নিয়ে ওয়েব জগতে গুজব ছড়াচ্ছে বেশ অনেকদিন ধরেই। আনুষ্ঠানিকভাবে কোনো কোম্পানিই ‘এইচটিসি নেক্সাস ৯’ নামটি এতোদিন উল্লেখ করেনি। তবে কোয়ালকম ও স্যামসাং-এর বিরুদ্ধে এক আইনি ডকুমেন্টে এনভিডিয়া প্রথমবারের মতো “এইচটিসি নেক্সাস ৯” নামটি উল্লেখ করেছে। ডকুমেন্টটিতে স্পষ্টভাবে লেখা ছিল, ২০১৪ সালের তৃতীয় প্রান্তিকে বাজারে আসবে এইচটিসি নেক্সাস ৯ যেটায় ব্যবহৃত হচ্ছে এনভিডিয়া টেগরা কে১।

টেগরা কে১

অবশ্য প্রযুক্তি প্রতিবেদকদের নজরে পড়ার পর এনভিডিয়া ডকুমেন্টটি আপডেট করে এইচটিসি নেক্সাস ৯ শব্দগুলো মুছে দিয়েছে। কিন্তু যেমনটা উপরে দেখতে পাচ্ছেন, তার আগেই সাংবাদিকরা ডকুমেন্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন। বলা যেতে পারে, এইচটিসি নেক্সাস ৯-এর অস্তিত্ব নিয়ে এটিই এ পর্যন্ত পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এর আগের গুজব অনুযায়ী এইচটিসি নেক্সাস ৯-এ থাকবে ৮.৯-ইঞ্চি আকারের বিশালাকার ডিসপ্লে যার রেজুলেশন 2048 x 1440 পিক্সেল। এনভিডিয়া টেগরা কে১ ৬৪-বিট প্রসেসরসহ এতে থাকবে ২ গিগাবাইট র‌্যাম, ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধার ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ফ্রন্ট-ফেসিং স্টেরিও স্পিকার।

গুজব অনুযায়ী, অ্যান্ড্রয়েডের আগামী সংস্করণ ‘অ্যান্ড্রয়েড এল’-এর সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে এইচটিসি নেক্সাস ৯-এর। আর এর ১৬ গিগাবাইট ওয়াই-ফাই সংস্করণের দাম রাখা হবে ৩৯৯ ডলার। এর সবই এখনও গুজব, তবে এনভিডিয়ার ডকুমেন্টের কল্যাণে অন্তত ডিভাইসটির আনুষ্ঠানিক নাম, এনভিডিয়া টেগরা কে১ প্রসেসর এবং সম্ভাব্য রিলিজ ডেট জানা সম্ভব হলো।

নতুন নেক্সাস ট্যাবলেট নিয়ে আপনার কী ধারণা? এই স্পেসিফিকেশনের ট্যাবলেটের জন্য ৩৯৯ ডলার দাম কি খুব বেশি?

This post also appears on Android Kothon English.