এলজি জি৩-এর প্রি-অর্ডার নিচ্ছে এলজি বাংলাদেশ

এলজি জি৩ বাংলাদেশ

এলজির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৩ এবার বেশ দ্রুতই দেশের বাজারে চলে আসছে। এলজি বাংলাদেশ ইতোমধ্যেই এলজি জি৩-এর জন্য প্রি-অর্ডার নিতে শুরু করেছে।

এলজি বাংলাদেশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বলা হয়েছে, এলজি জি৩-এর দাম ৫০,৯৯০ টাকা। আগ্রহী ক্রেতারা এলজির নতুন এই ফোনের প্রি-অর্ডার দিতে পারবেন অফেরতযোগ্য ৫ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এলজি জি৩-এর জন্য প্রি-অর্ডার করা যাবে বলে সাইটটিতে বলা হয়েছে। এছাড়াও প্রি-অর্ডার করা ক্রেতারা পরবর্তীতে ফোন হাতে পাওয়ার সময় ফোনের সঙ্গে পাবেন ফ্রি কুইক সার্কেল কভার।

এছাড়াও বিশেষ ছাড়ে মাত্র ৪৬,৭৫০ টাকায় এলজি জি৩ কিনতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। এই দামে ফোনটি পেতে হলে অবশ্য আগ্রহী ক্রেতাকে এখনই প্রি-অর্ডার করতে হবে। তবে এই অফারটি প্রি-অর্ডারের পর ফোনটি ক্যাশ কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অবশ্য এ নিয়ে অ্যান্ড্রয়েড কথন থেকে বাংলালিংকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাস্টোমার কেয়ার প্রতিনিধি আমাদের জানান, এলজির বাংলালিংক গ্রাহকদের জন্য দেয়া এই বিশেষ অফার সম্পর্কে তারা অবগতই নন। তাই ধরে নেয়া যাচ্ছে ছাড়ে ফোনটি কিনতে হলে কেবল বাংলালিংক গ্রাহক হলেই চলবে, কোনো শর্ত বোধহয় প্রযোজ্য না। (Eligibility জানার জন্যই আমরা বাংলালিংকের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু বাংলালিংক জানায় এলজি বাংলাদেশের এই অফারের ব্যাপারে তারা জানে না।)

অবশ্য বাংলালিংক গ্রাহক হোন আর না হোন, এলজি জি৩ মাসিক কিস্তিতে (EMI) কেনার সুবিধা পাবেন যদি আপনি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন। ৬ মাসের কিস্তিতে মাসিক মাত্র ৮৫০০ টাকায় কোনো ইন্টারেস্ট ছাড়াই ক্রেতারা ফোনটি কিনতে পারবেন। সঙ্গে ফ্রি কুইক সার্কেল কভার তো থাকছেই।

ক্যাশ হোক আর কিস্তিতে হোক, ফোনের জন্য প্রি-অর্ডার দিতে পারবেন অরিন টাওয়ার, গুলশান ২ এবং বসুন্ধরা সিটির লেভেল ১-এ অবস্থিত এলজি এক্সপেরিয়েন্স সেন্টার থেকে। বিস্তারিত জানতে পারবেন এলজি বাংলাদেশের ওয়েবসাইটে

এক নজরে এলজি জি৩

এলজি জি৩

এলজি জি৩ এলজির নতুন ফ্ল্যাগশিপ ফোন যাতে রয়েছে ৫.৫ ইঞ্চি ট্রু-এইচডি আইপিএস ডিসপ্লে। এর রেজুলেশন 1440 x 2560 এবং পিপিআই ৫৩৪. ডিসপ্লে প্রোটেকশনে এতে রয়েছে গরিলা গ্লাস ৩। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৬ গিগাবাইট স্টোরেজ ও ২ গিগাবাইট র‌্যাম। তবে ৩২ গিগাবাইট স্টোরেজের ডিভাইসে দেয়া হয়েছে ৩ গিগাবাইট র‌্যাম। আর দু’টো মডেলেই রয়েছে এসডি কার্ড স্লট যেগুলো সর্বোচ্চ ১২৮ গিগাবাইটের মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।

২.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরের এই ফোনটিতে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে অ্যাড্রিনো ৩৩০, ৩০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট। ফোনটি সম্পর্কিত আরও বিস্তারিত স্পেসিফিকেশন দেখে নিতে পারবেন জিএসএমএরিনা থেকে

এলজি জি৩ সম্পর্কে আপনার কী মত? এই দামে বাংলাদেশে এটিই কি সেরা ফোন হতে পারে? নাকি স্পেসিফিকেশন বিবেচনায় দাম আরও কম হওয়া উচিৎ ছিল? আপনার মন্তব্য লিখুন নিচে মতামতের ঘরে।