ফ্ল্যাগশিপ ফোনের মিনি সংস্করণ বাজারে আনা কোম্পানিগুলোর জন্য নতুন কিছু নয়। তাই এটা কেবলই সময়ের ব্যাপার ছিল যে স্যামসাং তাদের বর্তমান ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৫-এরও মিনি সংস্করণ আনবে। আর নতুন প্রাপ্ত তথ্য অনুসারে জানা গেছে, সেই অপেক্ষা কেবল আগামী মাস পর্যন্ত।
নিশ্চিতভাবে জানা না গেলেও নতুন সূত্র বলছে, আগামী মাসেই স্যামসাং বিশ্বব্যাপী বাজারে আনবে গ্যালাক্সি এস৫-এর মিনি সংস্করণ, গ্যালাক্সি এস৫ মিনি, যেটি মূল গ্যালাক্সি এস৫-এর চেয়ে কিছুটা কম ক্ষমতা-সম্পন্ন হবে বলে জানা গেছে। সাধারণত ফ্ল্যাগশিপ ফোনের মিনি সংস্করণ তেমনটাই হয়ে থাকে। তবে এবার এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছে।
সূত্রমতে, গ্যালাক্সি এস৫ মিনি-তে গ্যালাক্সি এস৫-এর বেশ কিছু প্রিমিয়াম ফিচার ধরে রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হার্টরেট মনিটর, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স এবং স্যামসাং-এর নতুন বেশ কিছু সফটওয়্যার ফিচার। ভালো খবর হচ্ছে, এসব নতুন সুবিধাগুলো উপভোগ করার জন্য আপনাকে স্যামসাং-এর এস৫-এর মতো বিশালাকৃতির স্ক্রিন ব্যবহার করতে হবে না। অনেকেই তুলনামূলক ছোট আকারের স্ক্রিন পছন্দ করেন, আর তাদের জন্য পারফেক্ট ডিভাইস হতে পারে গ্যালাক্সি এস৫ মিনি ।
জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এস৫ মিনি-তে থাকছে ৪.৫ ইঞ্চি স্ক্রিন (৭২০পি এইচডি রেজুলেশন), ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর এক্সিনস ৩৪৭০ প্রসেসর, মালি-৪০০ এমপি৫ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ১.৫ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৪.০ লো এনার্জি, এলটিই, আইআর ব্লাস্টার, এনএফসি ও জিপিএস। এছাড়াও নতুন ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট সংস্করণে যার উপর সক্রিয় থাকবে স্যামসাং-এর ইউজার ইন্টারফেস টাচউইজ।
জুলাইয়ের মাঝামাঝি এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানা গেলেও এর দাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি সূত্রটি। আপনার কী ধারণা? কত দামে বিক্রি হতে পারে অন্য যে কোনো গ্যালাক্সি মিনি’র চেয়ে শক্তিশালী এই গ্যালাক্সি এস৫ মিনি ?
This article also appears on Android Kothon English.