এটাই হতে পারে অ্যান্ড্রয়েডের নতুন লোগো

অ্যান্ড্রয়েড লোগো

 

মোবাইল অপারেটিং সিস্টেমের শীর্ষস্থানে অ্যান্ড্রয়েড। আর এই অ্যান্ড্রয়েডের লোগো বহুদিন ধরেই অপরিবর্তিত। প্রথম যে লোগো প্রকাশিত হয়েছিলো তা এখনো গুগল ব্যবহার করে আসছে। তবে গুগল শীঘ্রই তাদের অন্যতম প্লাটফর্ম অ্যান্ড্রয়েডের লোগো পরিবর্তন করতে পারে। আর যদি ফাঁস হওয়া তথ্য সঠিক হয়, তাহলে উপরের ছবিটিই হবে অ্যান্ড্রয়েডের নতুন লোগো ।

কিছুদিন আগে এলজি’র আপকামিং স্মার্টওয়াচ  “এলজি জি ওয়াচ” এর বুটঅ্যানিমেশনের একটি ভিডিও ফাঁস হয়। টুইটারেও এই স্মার্টওয়াচ সম্পর্কে জানা গেছে। ১৭ সেকেন্ডের এই অ্যানিমেশনটির শেষের দিকে অ্যান্ড্রয়েডের নতুন লোগোটি দেখা গেছে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে, শীঘ্রই নতুন একটি লোগো পেতে যাচ্ছে অ্যান্ড্রয়েড।

এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলেই নতুন এই লোগো ব্যবহার করবে কি না গুগল। এলজি কেবল তাদের জি ওয়াচের জন্যও কাস্টোমাইজ করে থাকতে পারে লোগোটি। কিন্তু সাধারণত অ্যান্ড্রয়েডের নিজস্ব লোগোকে কোনোরকম পরিবর্তন করা হয় না, আর সে কারণেই বলা যায় এই লোগোটি গুগলেরই তৈরি। তারপরও প্রশ্ন থেকে যায়, কেবল পরিধেয় প্রযুক্তি বা অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচের জন্য বিশেষভাবে এই লোগো তৈরি করা হয়েছে নাকি সমগ্র অ্যান্ড্রয়েডের লোগোতেই পরিবর্তন আনা হবে?

এলজি জি ওয়াচ-এর বুট অ্যানিমেশনে যেহেতু লোগোটি ব্যবহৃত হয়েছে, সেহেতু ধারণা করা যায় এটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই গুগল অ্যান্ড্রয়েডের নতুন লোগোটি ঘোষণা করবে। তার আগ পর্যন্ত কেবল ধারণাই করে নিতে হচ্ছে যে এটিই হতে পারে নতুন অ্যান্ড্রয়েড লোগো।

অ্যান্ড্রয়েডের নতুন লোগো নিয়ে আপনার কী মত? আগের চেয়ে এটি দেখতে বেশি দৃষ্টিনন্দন, নাকি আগেরটিই ভালো ছিল?

This article also appears on Android Kothon English.