TuneIn: সারাবিশ্বের সব রেডিও এবার আপনার অ্যান্ড্রয়েডে

TuneIn

রেডিও শুনতে আমরা সবাই ভালোবাসি আর না বাসি, গান শুনতে যে ভালোবাসি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্তত আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে গান শুনতে ভালোবাসে না। কেউ হয়তো সফট গান শুনতে পছন্দ করেন। কারও পছন্দ আধুনিক গান। কেউ হিন্দি গানের পাগল, কেউ বা আবার রক মেটাল। কিন্তু গান পছন্দ সবাই করেন। আর তাদের জন্য এফএম রেডিও অন্যতম জনপ্রিয় একটি উপায়। নতুন নতুন গান শোনার জন্য এর জুড়ি নেই। কিন্তু আরজেদের বকবকানিতে যদি বিরক্ত বোধ করেন, তাহলে হয়তো গান শোনার আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। তখন আপনি কী করবেন?

সেই মূহুর্তের জন্যই রয়েছে টিউনইন অ্যাপ্লিকেশন। এটি আপনার মোবাইলকে কেবল দেশীয়ই নয়, বরং আন্তর্জাতিক প্রায় সব রেডিও স্টেশনের রিসিভার হিসেবে রূপান্তর করবে। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি রেডিও পছন্দ করুন বা না করুন, গান শুনতে পছন্দ করলেই আপনার ডিভাইসে থাকা আবশ্যক। কেননা, এর মাধ্যমে আপনি বিশ্বের শত শত স্টেশনের গান শুনতে পারবেন দেশের মাটিতে বসেই।

টিউনইন

টিউনইন

টিউনইন অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে ফিচার্ড অ্যাপ্লিকেশন হিসেবে বেশ কয়েকদিন ছিল। এর জনপ্রিয়তা এতোটাই বেড়ে গিয়েছে যে গুগল প্লে স্টোর নিজেরাই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সাজেশন দিতে শুরু করে। যদিও এর মাধ্যমে রেডিও শুনতে হলে আপনার ইন্টারনেট সংযোগ থাকা লাগবে এবং ইন্টারনেট খরচ হবে (যদি না ওয়াই-ফাই সংযোগে সংযুক্ত থাকেন), তবুও এটি সত্যিই অন্তত একবার চেখে দেখার মতো অ্যাপ্লিকেশন।

সুবিধা

টিউনইন

টিউনইন অ্যাপ্লিকেশনে ঢুকে প্রথমেই আপনি পাবেন স্টেশন খুঁজে বের করার সুবিধা। সবার আগে দেখতে পাবেন লোকাল নামে একটি বিভাগ যেখানে দেশীয় রেডিও স্টেশনগুলোর তালিকা পাবেন। এছাড়াও যেসব রেডিও কেবল অনলাইনে স্ট্রিম করা হয় সেগুলোর তালিকাও পাবেন এখানে। তবে অনেক সময় লোকাল বিভাগে সব স্টেশনের তালিকা পাওয়া যায় না। তখন আপনি একটু নিচ থেকে By Location > Asia > Bangladesh সিলেক্ট করে নিলে দেশীয় অনলাইন রেডিওগুলোরও তালিকা পাবেন। এছাড়াও প্রথম জেনার বা বিভাগ থেকে মিউজিক সিলেক্ট করার পর জেনার সিলেক্ট না করে নিচে নামলেও দেশীয় রেডিওগুলোর একটি তালিকা পাবেন।

তবে রেডিও ফূর্তি, রেডিও টুডে ইত্যাদি রেডিও স্টেশনগুলো শুনতে হলে প্রথমে হেডফোন কানেক্ট করতে হবে। সাধারণত হেডফোন ছাড়াই অন্যান্য রেডিওগুলো শোনা যায়। কিন্তু দেশের এফএম রেডিওগুলো শুনতে ডিভাইসে হেডফোন সংযুক্ত করতে হবে।

যে কোনো গান শোনার সময় রেডিওটি দেখতে অনেকটা মিউজিক প্লেয়ারের মতোই দেখায়। আর এটি ইন্টারনেট থেকে স্ট্রিম করলেও আমি গ্রামীণফোনের তুলনামূলক ধীরগতির ইন্টারনেট দিয়ে কোনো আটকানো ছাড়াই গান শুনতে পেরেছি বিদেশের কিছু রেডিও স্টেশন থেকে।

চলে যান দেশের গণ্ডি ছাড়িয়ে

TuneIn app

এখান থেকে প্রথমে কী শুনতে চান তা সিলেক্ট করার পর পাবেন পরবর্তী ফিল্টার। যেমন গান শুনতে চাইলে পরের স্ক্রিনে পাবেন জেনারের তালিকা।

ইংরেজি গান প্রেমীদের মধ্যেও আবার ভেদাভেদ আছে। কেউ পছন্দ করেন ক্লাসিক্যাল, কেউ বা আবার মেটাল। অনেকেই হয়তো জেনে থাকবেন, বাইরের দেশগুলোয় কেবল এক ধরনের (genre) গানের জন্য আলাদা আলাদা একাধিক রেডিও স্টেশন রয়েছে। টিউনইন ব্যবহার করে আপনি প্রথমে গানের জেনার এবং তারপর স্টেশনের নাম সিলেক্ট করে সরাসরি শুনতে পারবেন ঠিক সেই ধরনের গান। টিউনইন অ্যাপ্লিকেশনের বিভিন্ন জেনারের মধ্যে রয়েছে অলটারনেটিভ রক, ক্লাসিক রক, কান্ট্রি, ক্লাসিক্যাল, জ্যাজ/নিউ এজ, ইলেকট্রনিক, হিপ-হপ, আরঅ্যান্ডবি, ল্যাটিনো, সোল/ব্লুস, রক/মেটাল ইত্যাদি।

টিউনইন

শুনতে পারবেন আলোচিত সব শিল্পীদের গান ও একই ঘরানার সব রেডিও স্টেশন।

আর হ্যাঁ, জেনারের তালিকা ঘেঁটে একটু নিচে আসলেই কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশি অনলাইন রেডিওগুলোর এক বিশাল তালিকা! এখানে রয়েছে রেডিও গুণগুণ এইচডি, বিএইউ ক্যাম্পাস আড্ডা, রেডিও রং, রেডিও স্বাধীনতা, রেডিও ম্যানিয়া ২৪, রেডিও ২ফান ইত্যাদি। এগুলোয় ক্লিক করলেই সরাসরি শুনতে পারবেন স্ট্রিমিং গান।

খেলাধূলা অথবা সংবাদ?

রেডিও মানেই কিন্তু গান নয়! যদিও বাংলাদেশের এফএম স্টেশনে গান-সংবাদ সবই হয়, বাইরের দেশে কিন্তু রয়েছে সব কিছুর জন্য আলাদা আলাদা রেডিও। তাই আপনার যদি সংবাদ শোনার ইচ্ছে হয় অথবা এই মূহুর্তের খেলাধূলার খবর জানতে ইচ্ছে হয়, তাহলে নিউজ অথবা স্পোর্টস বিভাগে ঢুঁ মারলেই বিবিসি ও ইএসপিএন-এর মতো জনপ্রিয় সব রেডিও স্টেশন পেয়ে যাবেন।

আর হ্যাঁ, যদি গাড়ি ড্রাইভে ব্যস্ত থাকেন, তাহলে আপনার জন্য কার মোড নামের আলাদা একটি ইউজার ইন্টারফেস রয়েছে যেখানে সবগুলো আইকন বা বাটনের আকার হয়ে যাবে আরও  বড় যাতে করে আপনি সহজেই নেভিগেট করতে পারেন।

ইন্টেলিজেন্ট ব্রাউজিং

ধরুন আপনি নিশ্চিত নন আপনি ঠিক কী শুনতে যাচ্ছেন, তখন আপনি চাইলে ডিভাইস মৃদু ঝাঁকি দিয়ে নতুন নতুন সব স্টেশনের খোঁজ পেতে পারেন। অথবা দেশ অনুসারে, ভাষা অনুসারে ইত্যাদি বিভিন্নভাবে আপনি নতুন নতুন রেডিও স্টেশন খুঁজে বের করতে পারবেন। আর এই বিশাল স্টেশনের তালিকা থেকে যেই স্টেশনগুলো আপনার ভালো লাগবে, আপনি সেগুলো সহজেই ফেভারিট হিসেবে যোগ করে রাখতে পারবেন। এতে করে পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি চালুর সময় প্রথম স্ক্রিন থেকেই ফেভারিট রেডিও স্টেশনগুলোর তালিকায় চলে যেতে পারবেন।

আসল জিনিস, ডাউনলোড

এতক্ষণ এতসব ছবি আর অ্যাপ্লিকেশনটির রিভিউ পড়ে অন্তত একবার হলেও আপনার টিউনইন রেডিও অ্যাপ্লিকেশনটি নিশ্চয়ই চালিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে? আর দেরি না করে এখনই নিচে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন অথবা কিউআর কোডটি স্ক্যান করে মোবাইল থেকেই ভিজিট করুন গুগল প্লে স্টোরের টিউনইন ডাউনলোডের পেজ।

গুগল প্লে স্টোর লিংকঃ টিউনইনqr code for tunein android app

অ্যাপ্লিকেশনটি ব্যবহার শেষে নিচে কিন্তু অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। আর যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের কেবল অ্যাপ্লিকেনের নাম না দিয়ে এই পোস্টের লিংকটিও দিয়ে দিন। 🙂