চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান Xiaomi এখন আর যেনতেন চাইনিজ প্রতিষ্ঠানই নয়, বেশ জোরেসোরেই অ্যান্ড্রয়েড মার্কেটে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে কাজে লেগেছে কোম্পানিটি। একের পর এক দারুণ সব স্মার্টফোন আনার পর এবার নিজেদের ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। তবে ট্যাবলেট বাজারে আসার আগেই কোম্পানিটির ট্যাবলেটের স্বাদ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Xiaomi সম্প্রতি নেক্সাস ৭ ২০১৩ সংস্করণের জন্য বিশেষভাবে অপটিমাইজড MIUI ROM মুক্তি দিয়েছে। কেবল ওয়াই-ফাই সংস্করণে এই রমটি ইন্সটল করা যাবে। প্রায় আড়াইশ’ মেগাবাইট আকারের রমটি ইন্সটল করে যে কোনো সেকেন্ড জেনারেশন ওয়াই-ফাই অনলি নেক্সাস ৭ ট্যাবলেটেই MIUI রমের স্বাদ নিতে পারবেন।
অনেকেই ভাবতে পারেন, MIUI-এর মোবাইল সংস্করণেরই একটি টেনে লম্বা করা সংস্করণ হবে এই রম। তাদের ভুল ভাঙাতে আগে থেকেই কোম্পানিটি জানিয়ে দিয়েছে, ব্র্যান্ড নিউ আর্কিটেকচারের উপর ভিত্তি করে এই রম তৈরি করা হয়েছে। দুই ধরনের স্ক্রিন ওরিয়েন্টেশনের জন্যই অপটিমাইজ করে নেটিভ অ্যাপস, সিস্টেম মেনু ও নতুন অ্যানিমেশন দিয়ে সাজানো হয়েছে নতুন এই রম।
Xiamoi সিইও জানিয়েছেন, ট্যাবলেট নির্মাতা কোম্পানিগুলো তাদের ট্যাবলেট ডিভাইসের সঙ্গে নতুন এই MIUI রম প্রিলোড করে দিতে চাইলে তাদের সঙ্গে কথা বলতে পারেন। অর্থাৎ, শিগগিরই অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেটেও MIUI রমের দেখা মিলতে পারে।
আগেভাগেই তাই MIUI-এর স্বাদ পেতে নেক্সাস ৭-এর জন্য ডাউনলোড করুন MIUI রম।
MIUI রম সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা? MIUI কি আপনার এতোই পছন্দ যে ট্যাবলেট ডিভাইসেও এই রম ইন্সটল করতে আগ্রহী হবেন?
This article also appears on Android Kothon English.