ট্যাবলেট ডিভাইস বাজারের শীর্ষে এখন রয়েছে অ্যান্ড্রয়েড। আর সেই অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর মধ্যে অনেকের স্বপ্নের ট্যাবলেট গুগল নেক্সাস ৭ ট্যাব। বিশেষ করে গুগলের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি বলে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে ‘আদর্শ ট্যাবলেট’ হিসেবেই বিবেচিত হয়ে থাকে গুগল নেক্সাস ৭ ট্যাবটি। তবে যদি এখনই ট্যাবলেটটি কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনাকে ফ্রিতেই নেক্সাস ৭ দেয়ার জন্য একটি বিশেষ প্রোমোশনাল অফার চালু করেছে রবি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান এখনই ডটকম-এর সঙ্গে পার্টনারশিপে প্রতিদিন একটি করে নেক্সাস ৭ বিনামূল্যে দেয়া হবে। মার্চের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত এখনই ডটকমে প্রতিদিন সর্বাধিক পণ্য কিনলেই ক্রেতারা একটি করে গুগল নেক্সাস ৭ জিততে পারবেন। তবে এই আয়োজনে যোগ দিতে রবি গ্রাহককে প্রথমে তার রবি নম্বর ব্যবহার করে এখনই ডটকম-এ রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করলেই গ্রাহকরা ৫০০ টাকা বা তার বেশি মূল্যের প্রথম পণ্যটি কিনলে পাবেন ৭৭ টাকা ছাড়। AKHONI77 প্রোমো কোডটি ৯ই মার্চের মধ্যে ব্যবহার করলে এই ৭৭ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও গ্রাহক তার রবি নাম্বারে ৭ মেগাবাইট ইন্টারনেট ডাটা পেয়ে যাবেন যা দিয়ে এখনই ডটকম বিনামূল্যে ব্রাউজ করা যাবে। এছাড়াও টি-শার্ট, জুয়েলারি, ঘড়ি ও কন্টাক্ট লেন্স কিনলে থাকছে বিশেষ অফার।
প্রতিদিনের বিজয়ীদের নাম ও অফার সংক্রান্ত অন্যান্য তথ্য রবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে। বিস্তারিত দেখুন রবির ওয়েবসাইটে।