গ্যালাক্সি গিয়ার বাজারে এসেছে কয়েক মাস হয়েছে। কিন্তু স্যামসাং-এর প্রথম এই স্মার্টওয়াচ মোটেই বাজারমাত করতে পারেনি। কম দামে পেবল-এর মতো স্মার্টওয়াচগুলো যেখানে সব প্রযুক্তিবিদদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে, সেখানে গ্যালাক্সি গিয়ার কেবলই পেয়েছে কম ব্যাটারি ব্যাকআপ ও অ্যাপ্লিকেশন স্বল্পতার অভিযোগ। আর তাই স্যামসাং তাদের দ্বিতীয় প্রজন্মের স্মার্টওয়াচে বড় ধরনের একটি পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি বাদই দিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
(আরও পড়ুনঃ ৩৬টি কোম্পানি নিয়ে শক্তিশালী হচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেম)
অ্যান্ড্রয়েড বাদ দিয়ে টাইজেন ওএস ব্যবহার করা খুব একটা অবাক করা বিষয় কিন্তু না! কেননা, মোবাইল বাজারে স্যামসাংকে শীর্ষে নিয়ে আসতে অ্যান্ড্রয়েডের অবদান থাকলেও স্মার্টওয়াচে খুব সম্ভবত এই অ্যান্ড্রয়েডের জন্যই ডুবতে হয়েছে কোরিয়ান এই কোম্পানিটি। স্যামসাং এখনও অ্যান্ড্রয়েড বাদ দেয়ার পক্ষে কোনো কারণ না দেখালেও প্রযুক্তি লেখকরা ভাবছেন, ব্যাটারি ব্যাকআপ বাড়াতেই প্রধানত এই সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। কেননা, স্মার্টফোনে এমনিতেই সবাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকেন। হাতে থাকা ঘড়ি নিয়েও নিশ্চয়ই কেউ একই চিন্তায় পড়তে চাইবেন না।
স্যামসাং-এর নতুন দু’টি স্মার্টওয়াচের নামেও এসেছে খানিকটা পরিবর্তন। ‘গ্যালাক্সি’ শব্দটাই বাদ দেয়া হয়েছে। দু’টি স্মার্টওয়াচের একটির নাম রাখা হয়েছে গিয়ার ২ এবং অন্যটি গিয়ার ২ নিও। জানা গেছে, মেটালিক বডির গিয়ার ২-এর দাম প্লাস্টিক বডির গিয়ার ২ নিও থেকে কিছুটা বেশি হতে পারে, তবে দাম সংক্রান্ত কোনো তথ্য স্যামসাং এখনও জানা যায়নি।
দেখতে গিয়ার ২ ও গিয়ার ২ নিও প্রায় একই রকম। দু’টোতেই রয়েছে ডিসপ্লের নিচে ছোট্ট হোম বাটন। এর বাইরে গিয়ার ২ নিও কিনতে গেলে বাহারি রঙের ডিজাইন পাওয়া যাবে, যেখানে গিয়ার ২-এর খুবই অল্প কয়েকটি ডিজাইনে বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।
স্পেসিফিকেশনের বিচারে দু’টো স্মার্টওয়াচই মোটামুটি ভালো, যদিও টাইজেন ওএস-এ পারফরম্যান্স কেমন পাওয়া যাবে তা এখনও বলা যাচ্ছে না। গিয়ারগুলোতে রয়েছে ১.৬৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ৩২০ বাই ৩২০ পিক্সেল। ১.০ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও ৫১২ র্যাম, ৪ গিগাবাইট স্টোরেজের স্মার্টওয়াচগুলোর একটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। মিউজিক প্লেয়ার, ক্যালকুলেটর, ফ্ল্যাশলাইটসহ ঘড়ি দু’টিতেই রয়েছে ব্লুটথ ৪.০ লো এনার্জি সুবিধা। পাশাপাশি সেন্সর হিসেবে রয়েছে হার্ট রেট পরিমাপের সেন্সর, অ্যাক্সেলেরোমিটার ও জায়রোস্কোপ।
তবে মাত্র ৩০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে এই স্মার্টওয়াচগুলোয়। স্যামসাং বলছে, সাধারণ ব্যবহারে ২-৩ দিন যাবে এই ব্যাটারিতে। তবে সেটা বাজারে আসলেই বোঝা যাবে আসলেই ব্যাটারি ব্যাকআপ কতটুকু বেড়েছে।
গিয়ার ২ ও গিয়ার ২ নিও স্মার্টওয়াচগুলো বাজারে আসার সময় ডজনখানেক স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কম্প্যাটিবল হবে বলে জানিয়েছে স্যামসাং, যদিও জানা যায়নি কোন কোন ডিভাইসের সঙ্গে কাজ করবে এগুলো। আশা করা হচ্ছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে স্যামসাং, যেখানে তারা তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ৫ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
অ্যান্ড্রয়েড বাদ দিয়ে টাইজেন ওএস-এ চলে যাওয়ার ব্যাপারে আপনার কী মত?