কিটক্যাট-চালিত তিনটি নতুন কমদামী ফোন আনছে এলজি

এলজি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আর মাত্র কয়েকদিন বাকি। আর এরই মধ্যে জমে উঠছে বিশ্বের মোবাইল বাজারে নতুন নতুন ফোনের আগমনী বার্তা। মাত্র গত সপ্তাহেই এলজি ঘোষণা দিয়েছে তাদের হাই-এন্ড ফোন ‘জি প্রো ২’, আর ইতোমধ্যেই স্বল্পমূল্যের বাজারের জন্য তিনটি নতুন ফোনের ঘোষণা দিয়ে দিয়েছে এলজি। তারচেয়ে খুশির খবর হলো, তিনটি ফোনেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাট চলবে বলে জানিয়েছে এলজি।

এলজির নতুন তিনটি ফোনই ‘এল’ সিরিজের, যেগুলো তুলনামূলক কম থেকে মধ্যম বাজেটের ক্রেতাদের জন্য উপযোগী করে তৈরি। ‘এল৯০’, ‘এল৭০’ ও ‘এল৪০’ এই তিনটি নতুন ফোনের স্ক্রিনের আকার হবে ৪.৫ থেকে ৪.৭ ইঞ্চির মধ্যেই। এর প্রত্যেকটিতে থাকবে ডুয়েল-কোর প্রসেসর যার সর্বোচ্চ গতি ১.২ গিগাহার্জ। সর্বোচ্চ ১ গিগাবাইট র‌্যাম ও ৪/৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরিসমৃদ্ধ ফোনগুলোর বিশেষ সুবিধা হতে যাচ্ছে ‘স্মার্ট কভার’।

এলজি জানিয়েছে, ‘কুইক উইন্ডো’ নামের এই বিশেষ স্মার্ট কভারের বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারীরা কভার না খুলেই তাদের স্ক্রিনের বিভিন্ন নোটিফিকেশন দেখতে পারবেন। ফলে স্মার্টফোন ব্যবহার হয়ে উঠবে আরও সহজ ও দ্রুত। এলজির তিনটি ফোনের সঙ্গেই স্মার্ট কভার থাকবে বলে জানা গেছে। অবশ্য যুক্তরাষ্ট্রের বাইরের মার্কেটের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য কি না তা জানা যায়নি।

এলজির নতুন তিনটি ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেয়া হলোঃ

এলজি

এলজি এল৯০

  • প্রসেসর: 1.2 GHz Quad-Core
  • ডিসপ্লে: 4.7-inch IPS (960 x 540) qHD
  • মেমোরি: 8GB / 1GB RAM
  • ক্যামেরা: 8.0MP / 1.3MP
  • ব্যাটারি: 2,540mAh (removable)
  • Network: 3G (HSPA+21Mbps)

এলজি এল৭০

  • প্রসেসর: 1.2 GHz Dual-Core
  • ডিসপ্লে: 4.5-inch IPS (800 x 400)
  • মেমোরি: 4GB / 1GB RAM
  • ক্যামেরা: 8.0MP or 5.0MP / VGA (depending on market)
  • ব্যাটারি: 2,100mAh (removable)
  • Network: 3G (HSPA+21Mbps)

এলজি এল৪০

  • প্রসেসর: 1.2 GHz Dual-Core
  • ডিসপ্লে: 3.5-inch (480 x 320)
  • মেমোরি: 4GB / 512MB RAM
  • ক্যামেরা: 3.0MP
  • ব্যাটারি: 1,700mAh or 1,540mAh (removable / depending on market)
  • Network: 3G (HSDPA+14.4Mbps)

এলজির নতুন ফোনগুলো হবে আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়া সবচেয়ে কম হার্ডওয়্যারের স্মার্টফোন যেগুলো শুরু থেকেই  অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট সংস্করণে চলবে। তবে কবে এই ফোনগুলো দোকানে উঠবে বা কতই হবে এর দাম, এ সংক্রান্ত তথ্যের জন্য অপেক্ষায় থাকতে হবে স্পেনের বার্সেলোনায় অবস্থিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উল্লেখযোগ্য সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপডেটের জন্য অ্যান্ড্রয়েড কথনের সঙ্গেই থাকুন!