স্যামসাং ফোনগুলো অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ পেতে সবচেয়ে বেশি সময় নেয়, এ তথ্য নতুন কিছু নয়। তবে খুশির খবর হলো, দেরিতে হলেও বেশিরভাগ স্যামসাং ডিভাইসই একটি লম্বা সময় পর্যন্ত অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে থাকেন। আর বেশিরভাগ স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই এখন অপেক্ষায় আছেন কখন তাদের ফোন পাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাট।
কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আদৌ কি আপনার ফোনটি অ্যান্ড্রয়েডের কিটক্যাট সংস্করণে আপডেট করবে স্যামসাং?
সম্প্রতি ফ্যানড্রয়েড নামের একটি সাইট স্যামসাং-এর সূত্র থেকে জানিয়েছে, ১০টি ফোনে স্যামসাং অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট দিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ৪, এস ৪ অ্যাকটিভ, এস ৪ জুম, গ্যালাক্সি নোট ৮, নোট ৩, নোট ২, গ্যালাক্সি মেগা, গ্যালাক্সি ট্যাব ৩, গ্যালাক্সি এস ৩ ও এস ৩ মিনি ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ৪.৪ আপডেট বের করবে স্যামসাং।
যেসব ডিভাইসে আপডেট আসছে না তারাও চাইলে বরাবরের মতোই কাস্টম রমের কল্যাণে এখনই কিটক্যাট ইন্সটল করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ওয়ারেন্টি হারানোর ভয় থাকছেই। তাই উপরের ডিভাইসগুলোর মালিক হলে নিশ্চিত থাকতে পারেন শিগগিরই আপনার জন্য কিটক্যাট আপডেট আনছে স্যামসাং।
আপনার স্যামসাং ডিভাইস কি উপরের তালিকায় রয়েছে?
Also available in Android Kothon English.