ইনটেল জানালো এক কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ

ইন্টেল

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৪ এখনও ভালোভাবে শুরুই হয়নি, আর এখনই আগামী বছরের প্রযুক্তি বাজারে কী ঘটতে চলেছে তার ঘোষণা আসতে শুরু হয়েছে। আর এর মাঝে রয়েছে ইনটেলের নতুন এক ঘোষণা। প্রতিষ্ঠানটি তাদের প্রেস কনফারেন্সে জানিয়েছে, এখন থেকে তাদের প্রসেসরগুলো উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ডুয়েল-বুট করতে পারবে।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই আসুসের ট্রান্সফরমার বুট ডুয়েট নামের একটি ডিভাইসে এই প্রযুক্তির প্রদর্শনী করা হয়েছে। কেবল একটি বাটনে প্রেস করার মাধ্যমে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েডের মাঝে সুইচ করা সম্ভব হবে বলে কনফারেন্সে দেখিয়েছে। এছাড়াও করপোরেট কাজের জন্য উপযোগী করে তুলতে ইনটেল ঘোষণা করেছে ‘ইনটেল ডিভাইস প্রটেকশন টেকনোলজি’ যা ইনটেল-চালিত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর নিরাপত্তা বাড়াতে কাজ করবে।

তবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজকে একই কম্পিউটারে চালাতে ইনটেল একাই তৎপর নয়। একই প্রদর্শনীতে ইনটেলের প্রধান প্রতিদ্বন্দ্বী এএমডি ঘোষণা করেছে ‘ব্লুস্ট্যাকস’-এর সঙ্গে তাদের নতুন পার্টনারশিপ। উল্লেখ্য, উইন্ডোজ কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইমুলেট করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার এই ব্লুস্ট্যাকস। আর এএমডির এই পার্টনারশিপের ফলে উইন্ডোজের পাশাপাশি নয় উইন্ডোজের মধ্যেই ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপস ও গেমস।