এইচপি আনলো ৩৯৯ ডলারের অল-ইন-ওয়ান ডেস্কটপ ট্যাবলেট ও মনিটর

অল-ইন-ওয়ান পিসি হয়তো নতুন কিছু নয়। মনিটরের সঙ্গেই সিপিইউ-এর যাবতীয় যন্ত্রাংশ জুড়ে দিয়ে অল-ইন-ওয়ান পিসি প্রস্তুত করা হয়। কিন্তু কেমন হবে যদি বিশালাকারের একটি মনিটর তৈরি করা হয় যেটি মনিটরের পাশাপাশি অল-ইন-ওয়ান অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবেও কাজ করবে?

এইচপি স্লেট ২১ প্রো ঠিক তেমনই একটি ডিভাইস। এর সঙ্গে কিবোর্ড ও মাউস থাকলেও এটি মূলত একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট। ২১.৫-ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের আসল সুবিধাই হলো এটি সিপিইউ-এর সঙ্গে জুড়ে দিয়ে মনিটর হিসেবেও কাজে লাগানো যাবে।

অ্যান্ড্রয়েড ডেস্কটপ হিসেবেও একেবারে খারাপ নয় এইচপি স্লেট ২১ প্রো। এতে রয়েছে ১৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ, ২ গিগাবাইট র‌্যাম, কোয়াড-কোর এনভিডিয়া টেগরা ৪ ও অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন। আর এর টাচস্ক্রিন আইপিএস ডিসপ্লের রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ (১০৮০পি ফুল এইচডি) যা একে দারুণ এক মনিটরে রূপ দিতে সক্ষম। এইচডিএমআই আউটপুট, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ইথারনেট, অডিও পোর্ট এবং ইউএসবি ২.০ আপস্ট্রিম পোর্টসহ এই মনিটরটি খুব সহজেই আপনার বর্তমান ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে জুড়ে দিতে পারেন। আর যদি কেবল অ্যান্ড্রয়েডেই কাজ চলে, তাহলে তো কথাই নেই।

এইচপি স্লেট ২১ প্রো-এ রয়েছে ওয়াইফাই- ব্লুটুথ ৪.০, ৭২০পি ওয়েবক্যাম, মাইক্রোফোন, বিল্ট-ইন স্টেরিও স্পিকার এবং এসডি কার্ড স্লট। সবমিলিয়ে ছোটখাটো ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে অল-ইন-ওয়ান হিসেবে ব্যবহার করা যাবে এই ডিভাইস। যেহেতু অ্যান্ড্রয়েডে কম্পিউটারের মতোই ব্রাউজিং অভিজ্ঞতা পাওয়া সম্ভব, সেহেতু কম্পিউটার ছাড়াই এটি পূর্ণ এক ডেস্কটপ ট্যাবলেট।

কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৪-এ ঘোষিত নতুন এই অল-ইন-ওয়ান অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও অপশনাল মনিটর পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯ ডলারে। – প্রিয় টেক