যেমন গেলো অ্যান্ড্রয়েড কথনের ২০১৩

2013-AK-countries

২০১৩ সাল। অ্যান্ড্রয়েড জগতে অসংখ্য ঘটনা, গুজব, পণ্য প্রদর্শনী, উদ্বোধন, রিভিউ, আলোচনা-সমালোচনা ইত্যাদিতে ভরপুর একটি সাল। ব্যতিক্রম ছিল না বাংলাদেশও। বলা যায়, এ যাবৎকালে ২০১৩-তেই সবচেয়ে বেশি স্মার্টফোনের দেখা মিলেছে দেশীয় ব্যবহারকারীদের হাতে যার কৃতিত্ব কেবল আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদেরই নয়, একই সঙ্গে স্থানীয় কোম্পানিগুলোরও প্রাপ্য। আর স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইসের জনপ্রিয়তাও বেড়েছে এ বছর অবিশ্বাস্য হারে।

অ্যান্ড্রয়েড কথন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক জনপ্রিয় অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইট। কেবল দেশের নয়, বিশ্বের প্রথম বাংলা ভাষায় অ্যান্ড্রয়েড বিষয়ে নিবেদিত এই সাইটটি পাঠক ও মন্তব্যকারীদের অংশগ্রহণে ছিল প্রাণচঞ্চল। চলুন এক নজরে দেখে নেয়া যাক অ্যান্ড্রয়েড কথন কেমন ছিল ২০১৩-সালে।

ভিজিটর

ফ্রান্সে অবস্থিত The Louvre Museum প্রতি বছর ৮৫ লাখ দর্শনার্থী ভিজিট করে থাকেন। আর অ্যান্ড্রয়েড কথন ২০১৩ সালে সর্বমোট ১৬ লাখ বার ভিজিট করা হয়েছে। অর্থাৎ, The Louvre Museum-এ অ্যান্ড্রয়েড কথনকে প্রদর্শনীর জন্য রাখলে এই সংখ্যক ভিজিটর পাওয়ার জন্য প্রদর্শনী চালু রাখতে হবে প্রায় ৬৯ দিন!

জনপ্রিয়

 

গেল বছরে সবচেয়ে জনপ্রিয় পোস্ট ছিল ওয়াল্টন প্রিমো এক্স২ হ্যান্ডস-অন রিভিউ। এছাড়াও ২০১৩-এর অন্যতম জনপ্রিয় কয়েকটি পোস্ট হলোঃ

  1. হ্যান্ডস-অন রিভিউঃ সিম্ফনি ডব্লিউ ১২৫
  2. হ্যান্ডস-অন রিভিউঃ ওয়াল্টন প্রিমো আর২
  3. রুট টিউটোরিয়ালঃ সিম্ফনি ডব্লিউ ১২৫
  4. রুট কী ও কেন, সুবিধা ও অসুবিধা

উৎস

শুরু থেকেই এ পর্যন্ত অ্যান্ড্রয়েড কথনের অন্যতম প্রধান ট্রাফিক সোর্স হচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। আমাদের অফিসিয়াল পেজ-এর পাশাপাশি পাঠকদের শেয়ার করার ফলে ফেসবুক থেকে সবচেয়ে বেশি সংখ্যক পাঠক অ্যান্ড্রয়েড কথনে এসে থাকেন।

এরপর যথাক্রমে রয়েছে টেকটিউনস, ইয়াহু মেইল (ইমেইল গ্রাহক), সামহোয়্যার ইন ব্লগ এবং ট্রিকবিডি ডটকম।

অবস্থান

২০১৩ সালে বিশ্বের ১২৯টি দেশ থেকে পাঠক অ্যান্ড্রয়েড কথনে প্রবেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পাঠক এসেছেন বাংলাদেশ থেকে। এরপর ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে পাঠক অ্যান্ড্রয়েড কথনের বিভিন্ন লেখা পড়েছেন ও মন্তব্য করেছেন।

এগিয়ে চলা সামনের পথে

২০১৪ সালে বিশ্ববাজারের পাশাপাশি দেশীয় বাজারেও অ্যান্ড্রয়েড-চালিত ফোন ও ট্যাবলেটের রাজত্ব কী পরিমান বাড়বে তা আর বলে দেয়ার অপেক্ষা রাখে না। আর ক্যামেরা ও কিবোর্ড নিয়ে আমরাও তৈরি! অ্যান্ড্রয়েড বাজারের সর্বশেষ খবর, রিভিউ, টিপস ও টিউটোরিয়াল পড়তে সঙ্গেই থাকুন অ্যান্ড্রয়েড কথনের।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

 

পরিসংখ্যান সংক্রান্ত তথ্য সূত্র: জেটপ্যাক (ওয়ার্ডপ্রেস ডটকম)।