গিকসফোন আনছে ইনটেল-চালিত ফোন ‘Revolution’: চলবে অ্যান্ড্রয়েড ও ফায়ারফক্স ওএস

ফায়ারফক্স ওএস

গিকসফোনের তৈরি ফায়ারফক্স ওএস ফোন ‘পিক’।

গিকসফোনের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিছু না। কেননা, ২০০৯-এর দিকে পাওয়ার ইউজারদের জন্য তৈরি অ্যান্ড্রয়েড ১.৬ চালিত ফোন ‘গিকসফোন ওয়ান’ বাজারে আনে স্প্যানিশ এই কোম্পানি। কিন্তু খুব একটা বাজারমাত করতে পারেনি। করবেই বা কী করে, অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা তখনও তুঙ্গে ওঠেনি! তবে সাম্প্রতিক সময়ে কিন্তু গিকসফোন বেশ সুনাম কুড়াচ্ছে। আর তার কারণ হলো ফায়ারফক্স ওএস।

মজিলার এইচটিএমএল৫-ভিত্তিক স্মার্টফোন ওএস ফায়ারফক্স ওএস-চালিত দু’টি ডেভেলপার প্রিভিউ ফোন কিয়ন ও পিক বাজারে এনে আলোচনায় উঠে আসে গিকসফোন। বিশেষ এই দু’টি ডেভেলপার ফোনের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্য পিক+ নামে আরেকটি ফায়ারফক্স ওএস ফোন বাজারে আনছে গিকসফোন। আর এরই মধ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবারও অ্যান্ড্রয়েডের জগতে ফিরে যাচ্ছে তারা।

এক ডিভাইসেই অ্যান্ড্রয়েড ও ফায়ারফক্স ওএস

‘গিকসফোন রেভুলেশন’ নামের নতুন একটি ইনটেল অ্যাটম প্রসেসরের একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করছে এই কোম্পানিটি। জানা গেছে, ১.৬ গিগাহার্জ ইনটেল অ্যাটম Z2560 প্রসেসরের এই ফোনে থাকছে ৪.৭-ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন 960×540 পিক্সেল। ৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এতে থাকছে ২,০০০ এমএএইচ ব্যাটারি। কিন্তু এতে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ থাকবে কিংবা এর র‌্যাম বা ইন্টারনাল স্টোরেজ কত থাকবে সে বিষয়ে কিছু জানা যায়নি যেমনটা জানা যায়নি এর দাম সংক্রান্ত কোনো তথ্য।

ফায়ারফক্স ওএস-চালিত ফোন এনে জনপ্রিয়তা অর্জন করার পর অ্যান্ড্রয়েডের বাজারে ফেরৎ গেলেও ফায়ারফক্স ওএস-কে পেছনে ফেলছে না গিকসফোন। কোম্পানিটি জানিয়েছে, ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এতে অ্যান্ড্রয়েডের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেমও চালানো যায়। বিশেষ করে ফায়ারফক্স ওএস গিকসফোনের নতুন এই ডিভাইসে চলবে বলে জানা গেছে। চেষ্টা করলে অ্যান্ড্রয়েড ও ফায়ারফক্স ওএস একই সঙ্গে ইন্সটল করে ডুয়েল-বুটের মাধ্যমে দু’টি ওএস-ই এক ডিভাইসে ব্যবহার করা যেতে পারে  বলেও সূত্র জানিয়েছে।

গিকসফোনের বর্তমান ফায়ারফক্স ওএস ফোনগুলোয় ফায়ারফক্স ওএস-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোনো সমস্যা ছাড়াই কাজ করে। এ থেকেই আন্দাজ করা যায় যে, রেভুলেশন-এ অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফায়ারফক্স ওএস-ও কোনো সমস্যা ছাড়াই কাজ করবে। তবে গিকসফোন নতুন এই ডিভাইসের জন্য ফায়ারফক্স ওএস-এর বিশেষ কোনো রম প্রকাশ করবে কি না এ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

নতুন এই ফোনটি আগামী বছরের শুরুর দিকেই বাজারে আসতে পারে।

This article also appears on Android Kothon English.