২০১৩ সালে স্মার্টফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশনের মধ্য থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি অ্যাপ্লিকেশনের তালিকা প্রকাশ করেছে বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান নিলসেন। জানুয়ারি থেকে অক্টোবর ২০১৩ পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত ডেটা থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএসসহ সব স্মার্টফোন অপারেটিং সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য মিলিয়েই টপ টেন স্মার্টফোন অ্যাপস-এর এই তালিকা প্রকাশ করেছে নিলসেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ছিল ফেসবুক, যার ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ কোটির কোঠা। এরপর ক্রমান্বয়ে রয়েছে গুগল সার্চ, গুগল প্লে, ইউটিউব, গুগল ম্যাপস, জিমেইল, ইন্সট্যাগ্রাম, [অ্যাপল] ম্যাপস, স্টকস এবং টুইটার।
সেরা দুই স্মার্টফোন অপারেটিং সিস্টেম আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে তৈরি এই তালিকায় লক্ষ্য করলেই দেখা যাবে, ১০টির মধ্যে ৫টি অ্যাপ্লিকেশনই গুগলের অধীনে। গুগল সার্চ, গুগল প্লে, গুগল ম্যাপস, ইউটিউব এবং জিমেইল — এই অ্যাপগুলোর মাধ্যমে টপ টেন স্মার্টফোন অ্যাপ্লিকেশনের তালিকায়ও রাজত্ব করছে গুগল।
নিলসেনের প্রকাশিত গবেষণার ফলাফলে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড দখল করে রেখেছে ৫২ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইওএস-এর দখলে রয়েছে স্মার্টফোন বাজারের ৪১ শতাংশ। তবে এই আইওএস-এর ব্যবহারকারীদের মধ্যেও যে গুগলের জয়-জয়াকার, তা এই টপ টেন স্মার্টফোন অ্যাপ্লিকেশনের তালিকা দেখেই বোঝা সম্ভব। কেননা, অ্যাপলের প্লাটফর্মেও জনপ্রিয়তার শীর্ষে ফেসবুকের পর পরই রয়েছে গুগল সার্চ, ইউটিউব, গুগল ম্যাপস এবং জিমেইল।
এখন দেখার বিষয় হলো, নতুন বছরে প্রতিযোগিতা কোথায় গিয়ে ঠেকে। আগামীতেও কি স্মার্টফোনের বাজারে রাজত্ব ধরে রাখতে পারবে গুগল?
This article also appears on Android Kothon English.