স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড ফোনের ধারণাই বদলে দেয়া ডিভাইস মটো জি আজ থেকে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট আপডেট পাচ্ছে। মটোরোলা যদিও জানিয়েছিল তারা জানুয়ারিতে কিটক্যাট আপডেট দেবে, তবুও একমাস আগেই তারা নতুন এই আপডেট রিলিজ দিয়েছে।
অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট হচ্ছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ। এটিতে পুরো ইন্টারফেসের ডিজাইনে চোখে পড়ার মতো পরিবর্তন আনা হয়েছে। বাড়তি নিরাপত্তা, লো-এন্ড হার্ডওয়্যারের জন্য উপযোগী করে তৈরি এই সংস্করণে রয়েছে নতুন ফোন ডায়ালার, ক্যামেরা অ্যাপ্লিকেশন, গ্যালারি, ফোন থেকে ছবি, গুগল ডকস ডকুমেন্ট, মেসেজ ইত্যাদি ওয়াই-ফাই বা ব্লুটুথের মাধ্যমে গুগল ক্লাউড প্রিন্ট অথবা এইচপি ই-প্রিন্টারের সাহায্যে প্রিন্টের সুবিধা যোগ করা হয়েছে।(আরও পড়ুনঃ মটো জি বনাম নেক্সাস ৪)
এছাড়াও গুগল হ্যাংআউট অ্যাপ্লিকেশনে এসএমএস/এমএমএস সাপোর্ট যোগ করা হয়েছে। ফলে বার্তা আদান-প্রদান ও হ্যাংআউট চ্যাটের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রয়োজন পড়বে না।
মটো জি’র জন্য নতুন এই আপডেটটি ডিভাইসের যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্করণে আজ থেকে রিলিজ দেয়া শুরু হয়েছে। মটো জি ব্যবহারকারীরা নতুন আপডেটটি ইন্সটল করবেন কি?
Also available in English on Android Kothon En.