গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা ও আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির প্রশিক্ষণ

gdg-dhaka

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উদ্যোগে ও গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপী অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির প্রশিক্ষণ সংক্রান্ত ওয়ার্কশপ। আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

আইসিটি মন্ত্রণালয়ের সম্প্রতি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সংক্রান্ত এক প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের অংশ হিসেবেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শীর্ষক এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেবল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা বলা হলেও দেশে ও দেশের বাইরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত মোবাইলের সংখ্যা বেশি হওয়ায় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ৫-দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আইসিটি মন্ত্রণালয় কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। এ ছাড়াও বিভিন্ন পুরস্কার ও অংশগ্রহণকারীদের নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ে অ্যাপ ডেভেলপমেন্টের হ্যাকাথন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সফটওয়্যার ডেভেলপার, ফ্রিল্যান্সার কিংবা আগ্রহী যে কারো জন্যই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি শেখার এই ওয়ার্কশপটি উন্মুক্ত। তবে অংশ নিতে হলে আগ্রহীকে জাভা প্রোগ্রামিং-এ দক্ষতা থাকতে হবে।

গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা এক ঘোষণায় জানিয়েছে, ওয়ার্কশপে অংশ নিতে আগ্রহীদের আগামী ১৮ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের পর একটি অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যাতে করে আগ্রহীদের দক্ষতা যাচাই করা সম্ভব হয়। এরপর ৩০জন অংশগ্রহণকারীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওয়ার্কশপে এমসিসি লিমিটেড কর্তৃক প্রশিক্ষণ দেয়া হবে।

২১শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত সারাদিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। তবে ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে ওয়ার্কশপ বন্ধ থাকবে।

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার ইচ্ছে থাকলে এই সুবর্ণ সুযোগ হারানোর কোনো অর্থ হয় না! তাই এখনই এই লিংক থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।

This article also appears on Android Kothon English.