আন্তর্জাতিক মোবাইল ফোন অ্যাপ্লিকেশন মার্কেটের সাথে দেশের তরুণ প্রযুক্তিপ্রেমীদের আরও বেশী যোগাযোগ তৈরির লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির এক কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর আওতায় তরুণদের তৃণমূল পর্যায় থেকে মোবাইল ফোনের অ্যাপ তৈরির প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্পটির আরও একটি লক্ষ্য ধরা হয়েছে জনসাধারণের মাঝে মোবাইল ফোন অ্যাপ ও তার ব্যবহারের প্রয়োজনীতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। ২০২১ সালের মাঝে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌছানের একটি বড় অংশ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।
প্রকল্পের সুদূরপ্রসারী লক্ষ্যের মাঝে রয়েছে দেশেই আন্তর্জাতিকমানের অ্যাপ ডেভেলপার গড়ে তোলা এবং তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থান নিশ্চিত করা। এ ব্যাপারে অভ্যন্তরীণ বাজারে চাকরীর সুযোগ তৈরিতে প্রকল্পটির সাথে যুক্ত হয়েছে এমসিসি লিমিটেড ও ইএটিএল নামক দুটি মোবাইল ফোন অ্যাপ ডেভেলপার কোম্পানি। ইতোমধ্যেই বেশ কিছু বাংলা ভাষায় অ্যাপ তৈরি করে এরা দেশের বাজারে নিজেদের সুনাম তৈরি করেছে। প্রকল্পের অনান্য অংশেও এই কোম্পানিগুলো সরকারকে সাহায্য করবে। এছাড়াও প্রকল্পটিতে সাহায্য করবে মাইক্রোসফট, নোকিয়া বাংলাদেশ, গুগল ডেভেলপার গ্রুপ ও সিম্ফনির মত কিছু প্রযুক্তিকেন্দ্রিক কোম্পানি।
এ পর্যন্ত প্রকল্পটির অংশ হিসেবে নতুন কি কি মোবাইল অ্যাপ তৈরি করা সম্ভব সে নিয়ে ধারণা তৈরি ও সংকলনের লক্ষ্যে দেশের ৭টি বিভাগে বেশ কিছু কর্মশালা করা হয়েছে। এছাড়াও ডিজিটাল কনটেন্ট তৈরি ও অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে জেলা পর্যায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর সাথে ভবিষ্যতে একটি জাতীয় পর্যায় অ্যাপ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করারও কথা রয়েছে।
প্রকল্পের শেষ পর্যায় একটি ওয়েব পোর্টাল খোলা হবে যার মাধ্যমে অ্যাপ ডেভেলাপাররা তাদের অ্যাপের ব্যাপারে অনান্যদের জানাতে পারবেন এবং সবাই ডেভেলপমেন্ট বিষয়ক নানা খবর দেশব্যাপী আদান-প্রদান করতে পারবেন।
সূত্রঃ দি ডেইলি স্টার