অবশেষে জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড Oppo-এর নতুন ডিভাইস Oppo N1 এই ১০ তারিখেই বাজারে আসতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণায় অপো জানিয়েছে, ৫৯৯ ডলারে কোম্পানির এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে পাওয়া যাবে।
হাই-এন্ড এই ডিভাইসে রয়েছে ৫.৯-ইঞ্চি ১০৮০পি আইপিএস ডিসপ্লে, ১.৭ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৬০০ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo N1-এর বিশেষত্ব হলো এর একটিই ক্যামেরা যেটি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসা যায়। অর্থাৎ, একটি ক্যামেরাকেই আপনি ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে ব্যাক ক্যামেরার পাশাপাশি সামনেও আপনি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। Oppo N1 দু’টি সংস্করণে বাজারজাত করা হবে বলে জানা গেছে। একটি অপো’র নিজস্ব অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস এবং অন্যটি সায়ানোজেনমড। এই ডিভাইসের মাধ্যমেই ব্যবহারকারীরা শুরু থেকেই সায়ানোজেনমড ব্যবহার করতে পারবেন। অবশ্য সায়ানোজেনমড নতুন একটি হার্ডওয়্যার পার্টনারের সঙ্গে কাজ করছে বলে জানা গেছে, যার ফলে ভবিষ্যতে অপো’র কোনো ফোন সায়ানোজেনমড দিয়ে আসবে কি না সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায় না।
অপো জানিয়েছে, ডিসেম্বরের ১০ তারিখ থেকেই যুক্তরাষ্ট্রে ৫৯৯ ডলার এবং ইউরোপে ৪৪৯ ইউরোতে অপো’র কাছ থেকে সরাসরি নতুন এই Oppo N1 ফোনটি কেনা যাবে। তবে নির্দিষ্টভাবে কোন কোন দেশে ফোনটি বিক্রি করা হচ্ছে তার কোনো তালিকা অপো প্রকাশ করেনি।
Oppo N1 ফোন নিয়ে আপনার কি অভিমত? সায়ানোজেনমড এবং অপো’র নিজস্ব ইউআই-এর মধ্যে কোনটি আপনি পছন্দ করবেন?