মটো জি প্রি-অর্ডার নিচ্ছে অ্যামাজন, শিপমেন্ট শুরু ডিসেম্বরে

মটো জি

অনলাইন কেনাকাটার জনপ্রিয় সাইট অ্যামাজনে এবার প্রি-অর্ডার শুরু হয়েছে মটোরোলার নতুন ডিভাইস মটো জি-এর। মটোরোলা অফিসিয়ালি নতুন এই লো-এন্ড অ্যান্ড্রয়েড ডিভাইসটি বিক্রি শুরুর মাত্র ৩দিন পর বিখ্যাত রিটেইলার অ্যামাজন প্রি-অর্ডার নেয়া শুরু করলো। সূত্র জানিয়েছে, ডিসেম্বরের ৪ তারিখ থেকে ডিভাইস ডেলিভারি শুরু করবে অ্যামাজন।

(আরও পড়ুনঃ মটো জি বনাম নকিয়া লুমিয়া)

সাধারণত কমদামের অ্যান্ড্রয়েড ডিভাইসে পারফরম্যান্স খারাপ হয়ে থাকলেও এই ধারণা সম্পূর্ণ বদলে দেয় মটোরোলার নতুন এই ডিভাইস। ৪.৫-ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ৮ গিগাবাইট সংস্করণ ১৭৯ ডলারে এবং ১৬ গিগাবাইট সংস্করণ ১৯৯ ডলারে বিক্রি করছে অ্যামাজন। মটোরোলাও কিছুদিন আগে ঠিক একই দামে নতুন এই ডিভাইসটি বিক্রি শুরু করে।

মটোরোলা মটো জি-এর প্রধান আকর্ষণ, অন্তত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য, হলো এই যে, এটি আনলকড ডিভাইস। সাধারণত ২০০ ডলারের কাছাকাছি দাম দিয়ে ব্যবহারকারীরা যেসব নতুন অ্যান্ড্রয়েড ফোন হাতে পান, সেগুলো কোনও না কোনও ক্যারিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে। ফলে পরবর্তী মাস থেকে ২ বছর পর্যন্ত ব্যবহারকারীকে নির্দিষ্ট ফি দিয়ে যেতে হয়। কিন্তু মটো জি অবিশ্বাস্য কম মূল্যে আনলকড ফোন দিচ্ছে। আর একেই বিশেষজ্ঞরা মটো জি-এর ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে বিবেচিত করেছেন।

মটো জি কেনার ইচ্ছে থাকলে মটোরোলার নিজেদের স্টোর থেকে না হলেও অ্যামাজন থেকে প্রি-অর্ডার করে রাখতে পারেন এখনই।