প্লে স্টোর থেকে সায়ানোজেনমড-এর ইন্সটলার সরিয়ে দিতে বাধ্য করলো গুগল

CM multiple devices

গুগল প্লে স্টোর থেকে নীতিমালা ভঙ্গের দায়ে ওয়ান-ক্লিক-ইন্সটলার অ্যাপ্লিকেশন সরিয়ে নিতে বাধ্য হয়েছে সায়ানোজেনমড। বিখ্যাত এই কাস্টম রম নির্মাতারা জানিয়েছে, গুগল তাদের নীতিমালা ভঙ্গ করছে বলে নোটিশ পাঠিয়েছে এবং নিজেরা অ্যাপ্লিকেশন সরিয়ে না নিলে গুগল সরিয়ে নিতে বাধ্য হবে বলেও জানিয়েছে।

সিএম-এর সূত্রমতে, নীতিমালা মেনে কীভাবে অ্যাপ্লিকেশনটি আবার প্লে স্টোরে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

সায়ানোজেনমড-এর এই অ্যাপ্লিকেশনটি মূলত ব্যবহারকারীকে তাদের ডিভাইসে এডিবি এন্যাবল করার পদ্ধতি এবং এরপর সায়ানোজেনমড ইন্সটল করার ধাপগুলো বর্ণনা করতো। সাধারণ অর্থে এটি ব্যবহারকারীর ডিভাইসের জন্য কোনো ক্ষতি না করলেও, গুগলের ভাষ্যমতে এটি ব্যবহারকারীকে তাদের ডিভাইসের ওয়ারেন্টি হারানোর মতো কাজে উৎসাহিত করে। সে কারণে অ্যাপ্লিকেশনটিকে তারা প্লে স্টোরের নীতিমালা লঙ্ঘন করছে বলে নোটিশ পাঠিয়েছে সায়ানোজেনমড-এর কাছে।

গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিলেও নিজেদের ওয়েবসাইটে সায়ানোজেনমড ইন্সটলের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করে রেখেছে সিএম। পাশাপাশি ভবিষ্যতে অ্যামাজন ও স্যামসাং-এর অ্যাপ্লিকেশন স্টোরেও প্লে স্টোর থেকে সরিয়ে দেয়া অ্যাপ্লিকেশনটি সাবমিট করার কথা জানিয়েছে ডেভেলপাররা।

কাস্টম রম জগতের অন্যতম জনপ্রিয় ও স্ট্যাবল এই সায়ানোজেনমড বেশ অনেকদিন ধরেই গুগলের কাছ থেকে আলাদা হয়ে কাজকর্ম শুরু করেছে। অনেকটা অ্যামাজনের মতোই অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে অথচ গুগলকে বাদ দিয়ে অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে বিশাল অঙ্কের বাজেট নিয়ে কাজে নামার পর প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নতুন এক হার্ডওয়্যার পার্টনার নিয়ে নতুন ডিভাইস বাজারে আনবে বলেও অভ্যন্তরীণ ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গুগলের সঙ্গে আপাতঃদৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতায় নামা এই প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেয়ার তাই অন্য অর্থও খুঁজছেন প্রযুক্তিবিদরা। তবে আসলেই কোন পথে এগোচ্ছে সায়ানোজেনমড, তা স্পষ্ট হতে আরও সময় লাগবে বলেই অধিকাংশের মতামত।