স্যান্ডবক্স-টাইপ গেমের জগতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও রেসিং-এর এক অপূর্ব সমন্বয় গড়ে গ্র্যান্ড থেফট অটো জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে অনেক আগেই। কিছুদিন আগেই জিটিএ ৫ মুক্তি পেয়েছে যা আগের সব রেকর্ড ভেঙে ফেলে মাত্র কয়েকদিনেই। কিন্তু তাই বলে আগের গেমগুলোর জনপ্রিয়তা বা অভিজ্ঞতায় ভাটা পড়েনি মোটেই। আর জিটিএ সিরিজের অন্যতম জনপ্রিয় গেম, স্যান অ্যান্ড্রিয়াস যখন মোবাইলে আসবে, তখন তো জিটিএ ফ্যানদের বাস্তব জগতে আর খুঁজেই পাওয়া যাবে না!
ঠিক তেমনটাই ঘটতে চলেছে আগামী মাসে। রকস্টার গেমস সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী মাসেই জিটিএ ফ্যানদের স্বপ্ন পূরণ হতে চলছে। কেননা, জিটিএ ভাইস সিটি অ্যান্ড্রয়েড ও আইওএস-এ আসার পর থেকেই সবার শুরু হওয়া অপেক্ষার প্রহর শেষ হবে আগামী মাসে, যখন মোবাইল ডিভাইসের জন্য মুক্তি দেয়া হবে সিরিজের অন্যতম জনপ্রিয় গেম, গ্র্যান্ড থেফট অটো: স্যান অ্যান্ড্রিয়াস।
রকস্টার জানিয়েছে, মোবাইল ডিভাইসের জন্য উপযোগী করতে গিয়ে মোটেই ছাড় দিতে হয়নি তাদের। বরং উল্টো গেমের গ্রাফিক্সে আরও ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বাড়িয়ে তোলা হয়েছে শ্যাডো, ড্র ডিসট্যান্স এবং কালার প্যালেট। একইসঙ্গে গেমের প্রতিটি ক্যারেক্টার ও গাড়িকেও এনহ্যান্স করা হয়েছে। ফলে এই ক্রিসমাসে গেমাররা পাবেন আরও চমৎকার ও আকর্ষণীয় এক স্যান অ্যান্ড্রিয়াস।
স্যান অ্যান্ড্রিয়াসকে মোবাইলে খেলার উপযোগী করতে গিয়ে নতুন কিছু টাচ কন্ট্রোল যোগ করা হয়েছে। কিছু ডিসপ্লে টাচ বাটন দেয়া হয়েছে যেগুলো কেবল তখনই ভেসে উঠবে যখন আপনার প্রয়োজন পড়বে। অন্য সময় অকারণে ডিসপ্লেতে থেকে জায়গা দখল করে থাকবে না। এছাড়াও একাধিক কন্ট্রোল স্কিম রাখা হচ্ছে, ফলে ড্রাইভিং, ঘুরে বেড়ানো ইত্যাদি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের কন্ট্রোল পাবেন গেমাররা।
রকস্টারের ঘোষণা অনুযায়ী, শুরুতেই গ্র্যান্ড থেফট অটো স্যান অ্যান্ড্রিয়াস মুক্তি দেয়া হবে আইওএস এবং অ্যান্ড্রয়েড, অ্যামাজন কিন্ডল ও উইন্ডোজ মোবাইল-এর বাছাইকৃত কিছু ডিভাইসে। আগামী কয়েক সপ্তাহে এ সম্পর্কিত আরও তথ্য জানানো হবে বলেও লিখেছে রকস্টার।
কে কে ইতোমধ্যেই জিটিএ স্যান অ্যান্ড্রিয়্যাস খেলার জন্য অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছেন মন্তব্যের ঘরে জানান দিন!