ফটোগ্রাফির জন্য অনেকেই স্মার্টফোন কিনে থাকেন। আর ফটোগ্রাফি নিয়ে একটু জানাশোনা থাকলেই RAW ফরম্যাটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। আর সে জন্যই যেন ফটোগ্রাফারদের মধ্যে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতেই গুগল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নতুন এই তথ্য।
শিগগিরই অ্যান্ড্রয়েডের একটি আপডেটের মধ্য দিয়ে স্টক ক্যামেরা অ্যাপ্লিকেশনেই RAW ফরম্যাটে ছবি তোলার সুবিধা দিতে যাচ্ছে গুগল। সেই সঙ্গে একসঙ্গে অনেকগুলো ছবি তোলার বিশেষ Burst mode-ও অ্যান্ড্রয়েড ফার্মওয়্যারেই জুড়ে দেয়া হবে।
গুগলের এক মুখপাত্র সম্প্রতি খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের ক্যামেরার জন্য নতুন HAL বা Hardware Abstraction Layer ব্যবহার করার মাধ্যমে নতুন এই দু’টি সুবিধা অ্যান্ড্রয়েডের মূল ফার্মওয়্যারেই জুড়ে দেয়া সম্ভব হবে। ফলে স্টক অ্যান্ড্রয়েডে থাকা ক্যামেরা অ্যাপ্লিকেশন দিয়েই ব্যবহারকারীরা বার্স্ট মোডে একাধিক ছবি তুলতে পারবেন।
অন্যদিকে RAW ফরম্যাটের কল্যাণে ছবি তোলার পর পোস্ট প্রসেসিং-এ ব্যাপক উন্নতি আসবে। RAW ফরম্যাটে ছবি তোলার মাধ্যমে ছবিতে অনেক বেশি ডেটা ধরে রাখা হয়, যা ব্যবহার করে ব্যাপকভাবে ফটোগ্রাফারের ইচ্ছেমতো পোস্ট প্রসেসিং করা যায় কোনো ডেটা না হারিয়েই। অ্যান্ড্রয়েডেও এই ফরম্যাটে ছবি তোলা সম্ভব হলে সবচেয়ে বেশি লাভজনক হবে অ্যান্ড্রয়েডের ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলো। কেননা, RAW ফরম্যাটের ছবি নিয়ে কাজ করা গেলে খানিকটা অভিজ্ঞতা কাজে লাগিয়ে অসাধারণ সব ছবি বের করা সম্ভব হয়ে উঠবে।
গুগল জানিয়েছে, শিগগিরই এগুলোর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ডেভেলপারদের জন্য মুক্তি দেয়া হবে।
আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফটোগ্রাফি করেন কি? ছবি তোলার জন্য আপনার ফেভারিট অ্যাপ্লিকেশন কোনটি?