অফিসিয়াল সায়ানোজেনমড আসছে এক্সপেরিয়া L, E, TX, J, SP, UL সহ বেশকিছু ডিভাইসে

CM love

কাস্টম রমের জগতে সায়ানোজেনমড-এর জনপ্রিয়তা আর বলার অপেক্ষা রাখে না। স্টক অ্যান্ড্রয়েড যাদের সন্তুষ্ট করতে পারে না, তাদের পরিত্রাণের প্রথম পথই যেন সিএম ইন্সটল করা। সিএম-প্রেমী এক্সপেরিয়া এল, ই, টিএক্স, জে, এসপি, ইউএল, মিরো, টিপোসহ বেশ কিছু সনি এক্সপেরিয়া ডিভাইসের ব্যবহারকারীরা শিগগিরই অফিসিয়াল সিএম রম পেতে যাচ্ছেন। সম্প্রতি সায়ানোজেনমড-এর ওয়েবসাইটে নতুন এসব ডিভাইসের তালিকা যোগ করা হয়েছে।

সিএম-এর সাইটে সনি লিখে খুঁজলে নতুন যোগ করা ডিভাইসগুলোর পাশাপাশি আরও পাওয়া যায় এক্সপেরিয়া জেডএল, ভি, ট্যাবলেট জেড, এক্সপেরিয়া জেড, জেডআর, টি, এস, আয়ন এবং এক্সপেরিয়া জেড আল্ট্রা।এই ডিভাইসগুলোয় এতোদিন সায়ানোজেনমড ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। সঙ্গে উপরের ডিভাইসগুলোর জন্যও সাপোর্ট আসছে।

সিএম

কবে নাগাদ সায়ানোজেনমড নতুন এই এক্সপেরিয়া ডিভাইসগুলোতে আসবে তা এখনও জানা যায়নি। মূলত এসব ডিভাইসে যে সিএম আসছে তা-ই জানা যায়নি। কেবল তাদের ওয়েবসাইটে কোডনেম সহ এই ডিভাইসগুলোর তালিকা দেখা গেছে, আর তাই এই ধারণা করা যায় যে, এসব ডিভাইসে শিগগিরই অফিসিয়ালি সায়ানোজেনমড ব্যবহার করা যাবে।

সনির জনপ্রিয় এই ডিভাইসগুলো তালিকায় থাকলেও বাদ পড়েছে এক্সপেরিয়া জেড১, এক্সপেরিয়া এম ও সি-এর মতো ডিভাইসগুলো।

উল্লেখ্য, সায়ানোজেন ইতোমধ্যেই সায়ানোজেন ইনকরপোরেটেড হিসেবে নিজের নাম তালিকাভূক্ত করেছে আর এ পর্যন্ত অপো এন১ নামের একটি ডিভাইস সিএম প্রিইন্সটলড অবস্থায় বাজারে এনেছে। সামনে সম্পূর্ণ নতুন এক হার্ডওয়্যার পার্টনারের সঙ্গে কাজ করে ২.৫ গিগাহার্জ স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের ডিভাইস আনার লক্ষ্যে অপোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সায়ানোজেন ইনকরপোরেটেড কাজ করছে বলে জানা গেছে।

আপনি কি এক্সপেরিয়া ব্যবহারকারী? আপনার ডিভাইসে কি সায়ানোজেনমড ইতোমধ্যেই রয়েছে নাকি উপরের “আসছে” তালিকায় আপনার ডিভাইস রয়েছে? সিএম ইন্সটল করার কথা ভাবছেন কি?