নতুন হার্ডওয়্যার পার্টনার নিয়ে আসছে সায়ানোজেন ইনকরপোরেটেড

সিএম

পরিচিতিটা মেলে কাস্টম রম তৈরি করে। আর শিগগিরই ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার কল্যাণে কাস্টম রমের জগতে জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। এর ব্যবহারকারী সংখ্যা এতোটাই বেড়ে যায় যে, বিপুল অঙ্কের টাকা নিয়ে আলাদাভাবে অ্যান্ড্রয়েড-নির্ভর অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে শুরু করে। এই সায়ানোজেনমড, যার বর্তমান নাম সায়ানোজেন ইনকরপোরেটেড, সম্প্রতি Oppo N1 ডিভাইস নিয়ে আসে যাতে সায়ানোজেন ইন্সটল করাই থাকে।

Oppo N১ বাজারে আসার কিছুদিনের মধ্যেই কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট পদত্যাপ করেন। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অপো ছেড়ে সায়ানোজেন ইনকরপোরেটেড-এ যোগ দিচ্ছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। আর নতুন তথ্যে এই গুজবই খানিকটা চাঙ্গা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানিয়েছে, সায়ানোজেন ইনকরপোরেটেড কাজ করছে নতুন এক হার্ডওয়্যার পার্টনারের সঙ্গে। আর এই হার্ডওয়্যার পার্টনার একেবারেই নতুন, যার নাম প্রযুক্তি বিশ্বে কেউ কখনও শোনেনি। অর্থাৎ, সম্পূর্ণ নতুন একটি হার্ডওয়্যার প্রস্তুতকারক কোম্পানি তৈরি করে তাতে করে সায়ানোজেন রম ব্যবহারকারীর কাছে পৌঁছাবে সায়ানোজেন ইনকরপোরেটেড।

নতুন এই কোম্পানি সম্পর্কে তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও নতুন ডিভাইস সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া গেছে। সূত্র অনুসারে, নতুন এই ফোনে ব্যবহৃত হচ্ছে ২.৫ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ MSM8974AC চিপসেট, যা কোয়ালকমের শক্তিশালী এই স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসরের নতুন সংস্করণ যেটি আরও দ্রুতগতির ক্লক স্পিড সাপোর্ট করে। এছাড়াও নতুন ডিভাইসটি ‘সাধারণ আকৃতির’ হবে বলে জানা গেছে। যার অর্থ হলো, গ্যালাক্সি নোট ৩ বা অপো এন১-এর মতো বিশালাকার বা ফ্যাবলেট হবে না সায়ানোজেনের নতুন ডিভাইস।

যেহেতু সবকিছুই এখনও গুজবের আড়ালে, সেহেতু আসলেই কী নিয়ে আসছে সায়ানোজেন ইনকরপোরেটেড আর তাদের নতুন রহস্যময় হার্ডওয়্যার পার্টনার, তা জানতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

‘পিউর অ্যান্ড্রয়েড’ বাদ দিয়ে সায়ানোজেন-চালিত অ্যান্ড্রয়েড ডিভাইস কেনা নিয়ে আপনার কি অভিমত?