সম্প্রতি নেক্সাস ৪-এর পরবর্তী ডিভাইস নেক্সাস ৫ বাজারে এনে বেশ সাড়া ফেলে গুগল ও নেক্সাস প্রোগ্র্রাম। কিন্তু একটি বড় সমস্যা রয়েই যায়। সেটি হলো, গুগল প্লে স্টোর থেকে বিশ্বের অনেক দেশেই ডিভাইস কেনা যায় না। সবদেশে নেক্সাস ডিভাইস বিক্রির লক্ষ্য অর্জনের পথে আজ আরেক ধাপ এগোলো গুগল। কোম্পানিটির “নেক্সাস” বিষয়ক গুগল প্লাস পেইজ থেকে আজ ঘোষণা দেয়া হয়েছে, আজ থেকে হং কং এবং ভারতের ক্রেতারা সরাসরি গুগলের কাছ থেকে গুগল প্লে স্টোরের মাধ্যমে নেক্সাস ডিভাইস কিনতে পারবেন।
শুরুর দিন থেকেই নেক্সাস ৭ সেকেন্ড জেনারেশন ট্যাবলেট এবং নেক্সাস ৫ এই দু’টি দেশ থেকে কেনা যাবে বলেও জানিয়েছে গুগল।
হং কং-এর গুগল প্লে স্টোরে নেক্সাস ৫-এর ১৬ গিগাবাইট বিক্রি হচ্ছে ৩,১৯৮ হং কং ডলারে। অন্যদিকে একই স্টোরেজের নেক্সাস ৭ ট্যাবলেট পাওয়া যাচ্ছে ২,৩৯৮ হং কং ডলারে। ৩২ গিগাবাইট এলটিই সুবিধা-সম্পন্ন নেক্সাস ৭ কিনতে ক্রেতাকে গুণতে হবে ৩,৫৯৮ হং কং ডলার।
অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে ২৮,৯৯৯ রুপিতে ১৬ গিগাবাইট নেক্সাস ৫; ৩২,৯৯৯ রুপিতে ৩২ গিগাবাইট নেক্সাস ৫ এবং সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭-এর ১৬ গিগাবাইট পাওয়া যাবে ২০,৯৯৯ রুপিতে। এছাড়াও ২৩,৯৯৯ রুপিতে ৩২ গিগাবাইট নেক্সাস ৭ অথবা এলটিই সাপোর্টসহ ৩২ গিগাবাইট নেক্সাস ৭ পাওয়া যাবে ২৭,৯৯৯ রুপিতে।
নতুন দু’টি দেশেই প্লে স্টোর থেকে ক্রেতারা আজই এসব ডিভাইস অর্ডার করতে পারবেন। গুগল জানিয়েছে, শিগগিরই এই দু’টি দেশে প্লে স্টোর থেকে সরাসরি ক্রেতাদের কাছে ডিভাইস পাঠানো শুরু হবে।
উল্লেখ্য, নেক্সাস প্রোগ্রামের আরেকটি জনপ্রিয় ডিভাইস নেক্সাস ১০ এই দু’টি দেশের কোথাও দেয়া হয়নি। ধারণা করা যায় যে, গুগল নেক্সাস ১০-এর আপডেট তৈরির জন্য কাজ করছে। আর এ জন্যই নতুন করে এসব দেশে নেক্সাস ১০ বিক্রি করছে না গুগল। খুশির খবর হলো, হং কং বা ভারতে পরিচিত কেউ থাকলে গুগলের কাছ থেকে সরাসরি নেক্সাস ৫ বা নেক্সাস ৭ আনিয়ে নিতে পারেন সঠিক দামে।
নেক্সাস ৫ ও নেক্সাস ৭ সেকেন্ড জেনারেশন থেকে আপনি কিনতে গেলে কোনটি বেছে নিবেন?